লেবু গাছে কলম করার পদ্ধতি ।। রূটিং হরমোনের পরিবর্তে অ্যলোভেরা গাছের জেল ব্যবহার করে।।
Автор: Tree Tips
Загружено: 2020-10-19
Просмотров: 25090
লেবু গাছে কলম করার পদ্ধতি ।। রূটিং হরমোনের পরিবর্তে অ্যলোভেরা গাছের জেল ব্যবহার করে।।
First we have to choose a healthy and normal lemon tree. Then we have to choose a one year old lemon tree branch. Then take some part of that branch and apply the aloe vera gel neatly there. Then when the gel dries, the soil mixed with dung should be applied there and the part should be well covered with polythene. Special care should be taken so that air cannot enter the soil and the soil does not dry out. Then after twenty days, if the roots of the pen are brown in color, the pen should be cut off and replaced with a pot. It is better to discard all the leaves of the pen during transplantation.
প্রথমে আমাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক লেবু গাছ নির্বাচন করতে হবে ।তারপর একটি এক বছরের পুরনো বছরের পুরনো লেবু গাছের ডাল নির্বাচন করতে হবে। তারপর সেই ডালের কিছু অংশ ছিলে নিয়ে সেখানে অ্যালোভেরা গাছের জেল সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে । তারপর জেলটি শুকিয়ে গেলে সেখানে গোবর মিশ্রিত মিশ্রিত মাটি লাগিয়ে দিতে হবে এবং সেই অংশটি কে পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে ।যাতে বাতাস সেই মাটির ভিতরে প্রবেশ করতে না পারে এবং সেই মাটি শুকিয়ে না যায় সেদিকে বিশেষ ভাবে ভাবে লক্ষ্য রাখতে হবে । তারপর কুড়ি দিন হয়ে গেলে গুটি কলমের শিকড়গুলো বাদামিয়া কালারের হলে সেই কলম টিকে কেটে নিতে হবে এবং একটি পটে প্রতিস্থাপন করতে হবে । প্রতিস্থাপন সময় কলমটির সমস্ত পাতা ফেলে দেওয়া উত্তম।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: