. "500 টাকা বাজেটের মধ্যে Puriতে হোটেল 🍲 | কিচেন সহ রুম ( 4জন থাকতে পারবেন)
Автор: Bhobo ghure Ranjan
Загружено: 2025-09-14
Просмотров: 17537
সত্যি কথা বলতে এখন পুরী তে 500 টাকার কোনো রুম পাওয়া যায় না , আর যেগুলো পাওয়া যায় হয় আপনার সছন্দ হবে না , না হলে সমুদ্র থেকে অনেক দুরে বা কোনো আশ্রম।
আমার এই holiday home টা একদম সরগদ্বার এর কাছে , আর এখানে 4 জন থাকতে পারবেন আর তার সঙ্গে আছে আলাদা ছোট রান্না ঘর এবং সমস্ত বাসন ও গ্যাসের ওভেন শুধু সিলিন্ডার টা আপনাকে ভাড়া করতে হবে। আর গুগলে " হোটেল দিগন্ত হলিডে হোম সার্চ করলে দেখতে পাবেন। এই হলিডে হোম যে কেউ বুক করতে পারেন।
এইরকম বাজেটে ঘুরতে চাইলে আমার সঙ্গে থাকবেন কম বেশি কাজে লাগতে পাড়ে।
আর পুরী স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে AC বাস করে সরগদ্বার কি ভাবে আসবেন সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখতে পারেন।
• “এসি বাসে পুরী স্টেশন → সরগদ্বার, মাত্র ১...
পুরী ভ্রমণে কি বাজেটের মধ্যে থাকার জায়গা খুঁজছো? 🏖️
আমরা থেকেছিলাম একদম কম খরচের রুমে (পাশাপাশি 500 টাকার মধ্যে), যেখানে ছিল রান্নার সুবিধাও 🍳✨।
এই ভিডিওতে দেখবো –
✅ বাজেট ফ্রেন্ডলি রুম ট্যুর
✅ রান্নার ব্যবস্থার অভিজ্ঞতা
✅ পুরী ভ্রমণের টিপস ও গাইড
#PuriTravel #PuriBudgetStay #OdishaTourism #JagannathDham #PuriBeach #BudgetTravel #RoomTour #TravelVlog #HolidayStay #CheapStayInPuri
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: