Incourse VS test Which is More important? | Incourse exam ki?|Nu Incourse porikkha ki kokhon kivabe
Автор: English Bioscope
Загружено: 2022-04-01
Просмотров: 310
Incourse exam/porikkha ki? What is an Incourse examination? ইনকোর্স পরীক্ষা কোথায়; কখন ; কীভাবে হয়?
প্রতিটি ৮০ মার্কস এর পরীক্ষায় পাশ
মার্কস হল ৩২ ।
পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ
হবে। ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী-
সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহন বাধ্যতামূলক ! মনে রাখবেন, ইনকোর্স পরীক্ষা ফাইনাল পরীক্ষারই একটি অংশ।
ইনকোর্স পরীক্ষা প্রত্যেক বর্ষে অন্তত ২টি করে হয়ে থাকে।
৪টি বর্ষে মোট অন্তত ৮টি ইনকোর্স পরীক্ষা হবে।
প্রতিটি বিষয়ের উপর ইনকোর্স পরীক্ষা হবে।
প্রতিটি বিষয়ের মোট নাম্বারের ১৫ নাম্বারে ইনকোর্স পরীক্ষা হবে,আর ৫ মার্ক দেয়া হবে ক্লাসে উপস্থিতির উপরে ভিত্তি করে।এই মোট ২০ নাম্বার।
বাকি ৮০ নাম্বারের উপর ফাইনাল পরীক্ষা হবে।
উদাহারন-বিষয় "অর্থনীতি ও উন্নয়ন" পূর্নমান ১০০।
তাহলে ১০০ ভিতর ২০ মার্ক হবে (ইনকোর্স পরীক্ষা + ক্লাসে উপস্থিতি)এর উপরে ভিত্তি করে,
আর বাকি ৮০ নাম্বারে হবে ফাইনাল পরীক্ষা।
প্রতিটি বর্ষের ক্লাস আরম্ভর প্রথম ৩ বা ৪ মাসের মধ্যে ১ম ইনকোর্স পরীক্ষা হয়ে থাকে,আর ২য় ইনকোর্স ও পরবর্তী ৪ মাসের ভিতর হয়ে থাকে সাধারণত।
ক্লাসে যা যা পড়ানো হবে তার উপরেই ঐ বিষয়ের ইনকোর্স পরীক্ষার হয়ে থাকে।
বিঃদ্র- কিছু কিছু বিষয় আছে যার পূর্নমান ৭৫। সেই বিষয়ের জন্য ইনকোর্স পরীক্ষা হবে ১৫ নাম্বারে।
আবার যেই বিষয়ের পূর্নমান ৫০।সেই বিষয়ের জন্য ইনকোর্স পরীক্ষা হবে ১০ নাম্বারে।
(ইনকোর্স পরীক্ষা) হবে আপনার কলেজে নিজ নিজ বিভাগে।
ইনকোর্স পরীক্ষার ফিঃ পরীক্ষার জন্য টাকা জমা দিতে হবে না নিজ বিভাগে। অনেক কলেজ ইনকোর্স পরীক্ষার ফি নিয়ে থাকে।
উক্ত পরীক্ষা নাম্বার ফাইনালে যোগ করা হয় তাই ইনকোর্স পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
পরীক্ষা না দিলে আপনি ইনকোর্স পরীক্ষার ২০ নাম্বারের কোন নাম্বার পাবেন না। তাই সকলে ইনকোর্স পরীক্ষার দিবেন।
ইনকোর্স পরীক্ষার পাশ মার্ক : ০৮
ইনকোর্স পরীক্ষা কি? ইনকোর্স অর্থ কি? ইনকোর্স পরীক্ষা মানে কি? আশা বুঝতে পেরেছেন।
ইনকোর্স পরীক্ষার প্রশ্ন অনার্স/ ডিগ্রি নিজ কলেজের শিক্ষকরা করবেন। ইনকোর্স পরীক্ষার প্রশ্ন। ইনকোর্স পরীক্ষার প্রশ্ন ২০২২ সম্পর্কে ধারণা পেতে ; ইনকোর্স পরীক্ষা কীভাবে হয় ; ইনকোর্স পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পরিবারের এই ভিডিও টি দেখুন • Incourse exam ki? Nu honours incourse exam... ।
ইনকোর্স পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দেখুন • About incourse exam of Nu | Honours incour... ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/ডিগ্রি ইনকোর্স /১ম সাময়িক/ ২য় সাময়িক পরীক্ষা না দিলে কি হয়?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: