নবীজির আংটি কুয়াতে পড়ে যাওয়ার বিস্ময়কর ঘটনা
Автор: আমাদের ইসলাম
Загружено: 2026-01-24
Просмотров: 101
আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবনী আলোচনা করতে গেলে জানা যায় নবীজির আংটি সম্পর্কে। শেষনবী হযরত মুহাম্মাদ (সঃ) একটি রূপার আংটি বানানোর নির্দেশ দিয়েছিলেন। সেই আংটি দিয়ে নবীজি (সঃ) সিলমোহরের কাজ করতেন। এরপর নবীজির ইন্তেকালের পর আবু বকর রাঃ সেই আংটি ব্যবহার করেন। তারপর ওমর রাঃ ব্যবহার করেন। এরপর উসমান রাঃ এর খিলাফতকালে হযরত উসমান রাঃ নবীজির আংটি ছয় বছর ব্যবহার করে সিলমোহরের কাজ করেছিলেন।
এরপর উসমান রাঃ মুসলিমদের জন্য একটি কূপ খনন করেছিলেন যাতে অল্প কিছু পানি ছিল। একদিন খলিফা হযরত উসমান রাঃ নবীজির আংটি সহ সেই কূপের মধ্যে পড়ে গেলেন এবং রাসুলের আংটি সেই কূপে হারিয়ে গেল। পরে অনেক খুজেও সেই আংটিখানা পাওয়া গেল না।
এপরর উসমান রাঃ অনুরূপ আরেকটি বানানোর নির্দেশ দিলেন। হযরত উসমান রাঃ এর ইন্তেকালের পর সেই আংটিও হারিয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: