পোল্ট্রির মুরগির প্যারালাইসিস বা খোঁড়া হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার। পোল্ট্রি ফার্ম
Автор: ANANDA MEDIA 01
Загружено: 2022-03-13
Просмотров: 47483
পোল্ট্রিতে প্যারালাইসিস বা ল্যামনেসের ( খোঁড়া ) অনেকগুলো কারন আছে । এই এতো এতো কারনের ভীড়ে ভিটামিন বি ১ , বি ২ এর অভাব একটিমাত্র কারণ । কিন্তু কেউ কেউ এমনভাবে প্রচার করে যে কেবলমাত্র বি1 , বি2 এর অভাবেই পোল্ট্রির যাবতীয় প্যারালাইসিসের ঘটনাগুলো ঘটে ।
জেনে নিন , যে কারণে মুরগীর প্যারালাইসিস বা ল্যামনেস রোগ হয়
মুরগীর প্যারালাইসিসের জন্য বেশ কয়েকটি রোগ এবং অবস্থা দায়ী । ব্যবস্থাপনার ত্রুটি : ১। খাবার এবং পানির পাত্র নিচু অবস্থায় রাখা । ২। মুরগি বসে বসে খাবার এবং পানি খাওয়া ।
প্রতিকার : ১। উন্নত ব্রুডিং ব্যবস্থাপনা । আমাদের খামারী ভাইগন সবকিছুতে শুধু ঔষধ পছন্দ করেন যেন ঔষধ না দিলে কিছুই হবে না । আরে ভাই মুরগীর খাদ্যে গুলো এমনভাবে বানানো হয় যেন কোন ভিটামিনের ঘাটতি না হয় । কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনা ভাল না হবার কারনে মুরগির খাদ্যনালী যথাযথ বিকাশ লাভ করে না এবং খাদ্যে থাকা ভিটামিন যথাযথ ভাবে মুরগী শোষন করতে পারে না এবং বাহির থেকে ভিটামিন দিতে হয় । ২।
আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন অথবা মেসেজ দিন
My WhatsApp imo Number:- 01946105238
My Social Media Link. Facebook Link: / md.pavel.735
YouTube Link: / shokherfarm
নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ।
ব্রয়লার মুরগি পালন এর ৩০ দিনের ভিডিও পাবেন,,
পোল্ট্রির মুরগির প্যারালাইসিস বা খোঁড়া হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: