Sarahan bhimakali temple || সারাহান ভিমাকালি মন্দির || Sarahan Himachal pradesh
Автор: CHOLO LETS' TRAVEL
Загружено: 2020-05-02
Просмотров: 1580
Sarahan bhimakali temple || সারাহান ভিমাকালি মন্দির || Sarahan Himachal pradesh
Sarahan bhimakali temple || সারাহান ভিমাকালি মন্দির || Sarahan Himachal pradesh
Please subscribe my channel – / @chololetstravel
For more videos.......
For kalpa kinnar …. • Spiti valley travel guide. Kalpa-Kinnor to...
Lahul spiti … • lahul spiti tour plan in Bengali লাহুল স্প...
#CholoLetsTravel
#SarahanBhimaKaliTemple
হিমাচলের শ্রীখন্ড পর্বতমালার পাদদেশে ১৮৫০ মিঃ উঁচুতে কিন্নরের প্রবেশদ্বার সারহান। পূর্ব থেকে পশ্চিমে বরফে মোড়া শ্রীখন্ড ও কার্তিকস্বামীর শিখর রাজি।
সারহান ভ্রমনের প্রধান আকর্ষণ সুন্দর দৃশ্যপট এবং ভীমাকালি মন্দির।বলা হয় ভীমাকালি নাকি দেবীর একান্ন পীঠের একপীঠ। যেই কারণে এখানে বিজয়া দশমীর সময় ধুমধাম করে উৎসব পালন করা হয় এবং মন্দিরের চারিদিক জুড়ে মেলা বসে। যেই কারনে দুর্গাপূজার ছুটিতে যারা ঘুরতে যান তারা অনেক সময় এই উৎসব অংশ নিতে পারেন।বলা হয় ফারহান বুশহার রাজাদের রাজত্ব ছিল। ভীমাকালি মন্দিরকে ডানদিকে রেখে বাঁদিক এ গেলে এখনো রাজবাড়ী দেখতে পাওয়া যায়।
লোকাল বাসিন্দাদের অনুযায়ী রাজবাড়ীর প্রহরীকে বলে নাকি রাজবাড়ির ভিতরে ঢুকে দেখা যায়, কিন্তু আমি প্রহরীর দর্শন পাইনি, তাই রাজবাড়ী বাইরের থেকেই দেখে এলাম।
ভীমাকালি মন্দির সতীপিঠের একপীঠ। বলা হয় এখানে সতীর কান পড়েছিল।ঐতিহাসিকদের মতে ভীমাকালির এই মন্দিরের স্হাপত্য ও মূর্তিতে কুশান যুগের ছাপ পাওয়া যায়।কাঠ ও পাথরের কারুকার্যময় এই মন্দির টি। মন্দিরের গেট চকচকে রূপোলী পাতে মোড়া। চামড়ার কোন জিনিস পত্র নিয়ে মন্দির এ প্রবেশ করা যায় না। ক্যামেরা বা মোবাইল ও নিয়ে যাওয়া যায় না, মন্দিরের ভীতরে। তাই দেবীর মূর্তির ফটো তোলা যায় না। তবে মন্দির প্রাঙ্গণে যত ইচ্ছা ফটো তোলা যায়। তিনতলা মন্দির, দ্বোতলায় দেবীর গর্ভগৃহ। তিনতলা এ দেবী ভীমাকালির মূর্তি। দেবীর মূর্তি দুপাশে দেবীর দশ রূপের ছোট ছোট মূর্তি। সরু কাঠের সিঁড়ি তিন তলা অবধি তার উপর লাল কার্পেট মোড়া, তিন তলা অবধি। ঘুরে ঘুরে মূল মন্দির অবধি পৌঁছানোর পথ নির্দেশ দেওয়া আছে। সন্ধ্যা সাতটার আরতির পর মন্দির বন্ধ হয়ে যায়।
বুশাহার রাজাদের আরাধ্য এই দেবী আসলে দেবী দুর্গার ই এক রূপ। অতীতের মন্দিরটি ভূমিকম্পে বিধস্ত হতে এটির সংস্কার করতে হয়। দেবীর এই নতুন মন্দিরটি গড়েন বুশহারের রাজা শমশের সিং। দেবীর মূর্তি দ্বিশত বছরের পুরনো। বাজারের পিছনে পাহাড়ের ঢালে প্রাচীরে ঘেরা, দারুতে জোড়া প্যাগোডা, অতুলনীয় ভাস্কর্যে মন্ডিত দারুর এই ত্রিতল মন্দির।একতলায় রাখা দেবী বিহারের কারুকার্যময় দারুর ঢোলী, দ্বিতলে বাঘ্রবাহিনী দেবী ভগবতী। ত্রিতলে অষ্টধাতুতে গড়া অষ্টভূজা দেবী ভীমাকালি। অষ্টমীর দিন এখানে দেবীর পূজোর সাথে পশুবলি ও হয়।
এতো গেল মূল মন্দিরের কথা সেই সাথে মন্দির প্রাঙ্গণে আরো ও কিছু মন্দির আছে।নাগারশৈলীতে তৈরী রঘুনাথ মন্দির, শিখর শৈলীর নৃসিংহ, আছে শ্রী লঙ্কাবীর অর্থাৎ পাতাল ভৈরব। ঊষা দেবী ও আছেন শিব মন্দিরে। এছাড়া আছে শনি মহারাজের ও মন্দির। জনশ্রুতি আছে বানাসুর কন্যা ঊষা এবং শ্রীকৃষ্ণের নাতি অনুরূদ্ধের প্রণয় ও বিবাহ এখানে হয়েছিল।
মন্দির প্রাঙ্গণে আছে মিউজিয়াম ও অতিথি নিবাস। আগে থেকে ফোন করে বুকিং করে গিয়ে থাকার ও ব্যদবস্হা আছে। ডরমেটারি এবং ঘর দুরকমেই ব্যথবস্হা আছে। এছাড়া মন্দিরের বাইরে ৫০০ মিটারের মধ্যে বেশ কয়েকটি হোটেল আছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: