কমিশনে কান্নাকাটি শুভেন্দুর, মতুয়াদের নাম বাদ যাচ্ছেই!
Автор: Breaking বাংলা
Загружено: 2025-12-02
Просмотров: 8447
এস আই আর শুরুর আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাংলায় এস আই আর হলে এক কোটি ২৫ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তৃণমূল সামনের ভোটে হেরে যাবে। এস আই আর-এর প্রথম পর্ব শেষের পর্যায়ে। তার যা গতিপ্রকৃতি তাতে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটারের নাম বাদ যেতে পারে বলে মোটামুটি নিশ্চিত হয়েছেন শুভেন্দু অধিকারী। এক কোটি কেন পাঁচ হাজার অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে কিনা তা নিয়ে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের সংশয় শুরু হয়েছে। কারণ সংখ্যালঘু এলাকাতে এস আই আর ফর্ম পূরণের পরিমাণ ব্যাপক হারে হয়েছে। উদ্বেগে রয়েছেন শুভেন্দু, শমীক। শুভেন্দুর মুখ পুড়তে পারে এই আশঙ্কায় মাঠে নেমে পড়েছে গোদি মিডিয়া। তারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নানান গল্প ফাঁদা শুরু করেছে। কেউ কেউ আবার গল্প ফেঁদে ঢোক গিলতেও বাধ্য হচ্ছে। কারণ, বাস্তবের সঙ্গে তা মিলছে না বলে। এখন দেখার গোদি মিডিয়া এস আই আর শেষ হওয়া পর্যন্ত আরও কত রকম গল্প ফাঁদতে পারে।
#breakingbangla #mamatabanerjee #shamikbhattacharya #sir #matuacommunity #bjp #tmc #cpm #congress #bengalipoliticalnews #bengalinews #bengalitrendingnews #bengalibreakingnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: