১৪০০ বছর আগেই কুরআনে বলা মহাকাশের এই গোপন রহস্য আজ নাসা প্রমাণ করল!
Автор: Ummah Media
Загружено: 2025-11-19
Просмотров: 711
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকের ভিডিওতে আমরা মহাকাশের এমন কিছু রহস্য উন্মোচন করব যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আকাশের তারাগুলো কি স্থির এক জায়গায় দাঁড়িয়ে আছে, নাকি তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলছে? কুরআন ও আধুনিক বিজ্ঞান এ ব্যাপারে কী বলে?
এছাড়াও জানবো, পৃথিবী থেকে এই তারাগুলো আসলে কত বড়? মানুষ কি কখনো তারায় বা নক্ষত্রে বসবাস করতে পারবে? আর আমাদের সমাজে চন্দ্রগ্রহণ নিয়ে যে কুসংস্কার আছে, বিশেষ করে গর্ভবতী নারীদের নিয়ে, তা কতটুকু সত্য?
ভিডিওতে যা যা থাকছে: ✅ তারাগুলো কীভাবে এবং কেন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? ✅ পৃথিবী ও সূর্যের তুলনায় আকাশের তারাগুলো কত বড়? ✅ তারায় কি মানুষের পক্ষে বসবাস করা সম্ভব? ✅ চন্দ্রগ্রহণ কেন হয় এবং ইসলামে চন্দ্রগ্রহণের সময় করণীয় কী? ✅ মহাবিশ্বের ভবিষ্যৎ এবং কিয়ামতের আলামত।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। মহাবিশ্ব ও ইসলামের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি Subscribe করে সাথেই থাকুন।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: এই ভিডিওর সকল তথ্য পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং আধুনিক বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
#IslamAndScience #SpaceMystery #QuranMiracles #LunarEclipse #Stars #BanglaIslamicVideo #Mahakash
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: