Gabtoli Haat এ গুজব! Tipu Vai কে নিয়ে যা বলা হয়েছিল আজ সত্য সামনে আনলেন Akram Vai
Загружено: 2025-12-18
Просмотров: 7320
This video clears a false rumor from Gabtoli Haat.
১৬ ডিসেম্বর একটি কমেন্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে—
গাবতলী হাটের পুরনো বেপারী Tipu Vai নাকি মারা গেছেন।
আজ ১৮ ডিসেম্বর, গাবতলী হাটে সরাসরি দেখা হলো Tipu Vai এর সাথে
এবং উনি নিজেই জানালেন — এটি সম্পূর্ণ মিথ্যা গুজব।
Tipu Vai, যিনি Nasir Vai এর আপন ভাই এবং দীর্ঘদিন অসুস্থ ছিলেন,
আজ আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় হাটে উপস্থিত ছিলেন।
তিনি বলেন —
“যারা মিথ্যা গুজব ছড়িয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দিক।”
কথোপকথনে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
Tipu Vai জানান, মাংস ব্যবসায়ীদের কাছ থেকে তার প্রায়
৩০ লাখ টাকা পাওনা রয়েছে।
অনেকে আশ্বাস দিয়েছেন টাকা দেওয়ার,
এই বিষয় নিয়েও Akram Vai এর সাথে দীর্ঘ আলোচনা হয়,
কুশল বিনিময় ও বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন তারা।
👉 এই ভিডিওতে দেখবেন:
✔ Tipu Vai সরাসরি বক্তব্য
✔ Gabtoli Haat এ গুজবের সত্যতা
✔ Akram Vai এর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা
✔ মাংস ব্যবসার বাস্তব পাওনা পরিস্থিতি
✔ বিশ্বাস ও মানবিক দিক
This is a real human story from Bangladesh cattle market.
No drama, no exaggeration — only truth and respect.
📍 Location: Gabtoli Haat
🎥 Channel: Pura Bangla
🔔 Watch till end for the full truth.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: