ধনধান্য পুষ্প ভরা | Jayati Chakraborty | Devjit Roy | Dwijendralal Roy | Bengali Patriotic Song
Автор: Suchitra Music
Загружено: 2025-08-15
Просмотров: 1795
Song: Dhono Dhanno Puspa Bhora ( ধনধান্য পুষ্প ভরা )
Singer: Jayati Chakraborty
Lyrics & Tune: D.L Roy
Music Arrangement: Devjit Roy
Flute: Soumyajyoti ghosh
Sarod: Piku Shrivastava
Guiter: Raja Chowdhury
Keyboard programming: Tamal Chakraborty
Song recording, dubbing & mixing at S.V CREATIVE STUDIO (KOLKATA) BY G.deb
Music on @suchitramusic
#JayatiChakraborty #DhanoDhannoPushpaBhara
Stay Connected with us :
Whatsapp/call: +918597869210
Facebook: / suchitramusicofficialpage
Lyrics: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি,
পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়,
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়,
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ,
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: