সাউথ এশিয়ারসবচেয়ে বড় উদ্যোক্তা সামিট | Business Breakthrough Summit 2025
Автор: Coach Kanchon
Загружено: 2026-01-07
Просмотров: 152908
Business Breakthrough Summit 2025
ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গণে ৩,০০০+ উদ্যোক্তার উপস্থিতিতে
আমি দেখেছি,
মানুষ শুধু শিখতে আসেনি,
মানুষ এসেছে নিজের স্বপ্নের সাথে নতুন করে কমিট করতে।
অনুপ্রেরণা, লার্নিং আর কানেকশনের মাঝে
যে এনার্জি তৈরি হয়েছিল,
তা ছিল নিঃশব্দে কিন্তু গভীর।
এই সামিটে আমি একটি ভিশনের কথা শেয়ার করেছি,
এক কোটি মানুষকে ফ্রি হ্যাপিনেস ট্রেইনিং প্রদান করতে চাই।
এটা একটা দায়িত্ব।
একটা সুখী, সুস্থ আর শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।
ব্রেইভ কমিউনিটির উদ্যোক্তাদের গল্প শুনে
আরও একবার নিশ্চিত হয়েছি,
এই দেশ এগোচ্ছে, কারণ এখানকার উদ্যোক্তারা এগোতে চায়।
আমার বিশ্বাস,
গল্প, সাহস আর ট্রান্সফরমেশনের এক শক্তিশালী মিলন ছিল এই সামিট ।
এই সামিট অনেক জীবনের যাত্রাপথ বদলে দিয়েছে।
#BusinessBreakthroughSummit #BreakthroughSummit2025
#CoachKanchon #MarketingMagic #HappinessOn
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: