🛠️ মাউস ক্লিক উল্টো? মনিটরের রঙ সমস্যা? এক ভিডিওতে সমাধান||Mouse Settings & Monitor Colour Fix 2025.
Автор: Didar iT
Загружено: 2025-06-26
Просмотров: 78
আসসালামু আলাইকুম।
আপনার কম্পিউটারে মাউসের লেফ্ট ও রাইট ক্লিক উল্টো কাজ করছে? কিংবা মনিটরের কালার হঠাৎ করে ফ্যাকাশে বা গাঢ় দেখাচ্ছে? চিন্তার কিছু নেই!
এই ভিডিওতে খুব সহজ ভাষায় দেখানো হয়েছে কীভাবে মাত্র এক মিনিটেই মাউস ক্লিক সমস্যার সমাধান করতে পারবেন এবং কীভাবে মনিটরের কালার ঠিক করবেন।
👉 মাউস সেটিংস চেঞ্জ করার টিপস
👉 Windows Color Calibration ব্যবহার করে কালার ঠিক করার কৌশল
ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
📌 এই ভিডিওটি দেখে আপনি নিজেই আপনার পিসির ছোটখাটো সমস্যা ঠিক করতে পারবেন - কোনো টেকনিশিয়ানের দরকার হবে না!
#mouse
#mousesettings
#monitor
#monitorsetup
#colour
#display
#technology
#computer
#banglatutorial
#computertutorial
#techvideo
🙋♂️আমাকে পাবেনঃ
📌দোকানের লোকেশনঃ নওগাঁ সদর, কাচারি রোড, কেডির স্কুলের দক্ষিন পাশে, জেলা জজ সাহেবের বাসার গেটের সামনেই আমার ছোট্ট একটা দোকান আছে। দোকানের নাম "দিদার আইটি"। সহজে চেনার জন্য গুগল ম্যাপে didar it লিখে সার্স দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 01712407862 হোয়াটসঅ্যাপ খোলা আছে। চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন।
🌏 সবচেয়ে ভালো হয় সরাসরি দোকানে এসে সাক্ষাতে কথা বলা এবং পণ্য দেখে যাচাই-বাছাই করে পছন্দ হলে তবেই ক্রয় করা। তারপরও যারা দুরবর্তী এলাকা থেকে আমাদের পণ্য কিনতে আগ্রহী তাদের সুবিধার্থে ভিডিও কলে পন্য দেখানো যাবে এবং কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পন্য পাঠানোর ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জ অগ্রীম প্রদান করতে হবে।
📢 "দিদার আইটি" একটি প্রতিষ্ঠিত, সুপরিচিত এবং সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের নিকট থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। পণ্য ক্রয়- বিক্রয়ের পরই আপনার সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে না বরং সেদিন থেকেই আপনার সাথে আমাদের সম্পর্ক/পথচলা শুরু। আপনি যতদিন আমাদের পণ্য ব্যবহার করবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাকে বিনামূল্যে অনলাইন কিংবা অফলাইন সার্ভিস/সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ।
📣 আমরা অধিক মূনাফা, মিথ্যা, ছল চাতুরী, চিটারী, বাটপারি মুক্ত সৎ এবং হালাল ব্যবসায় বিশ্বাস করি। অল্প দামে মানসম্মত প্রযুক্তি পন্য/সেবা নিয়ে সার্বক্ষণিক আমরা আছি আপনার পাশে। সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের সাধ্য/সামর্থ্যের মধ্যে প্রযুক্তি পণ্য/সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।
🛠️ আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ক্রয়-বিক্রয়-এক্সচেঞ্জ এবং সার্ভিসিং করি। আপনি চাইলে আপনার ব্যবহৃত/নষ্ট ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার ইত্যাদি আমাদের নিকট বিক্রি করতে পারেন অথবা অত্যন্ত সাশ্রয়ী মুল্যে সার্ভিসিং করিয়ে নিতে পারেন।
👉 বিঃ দ্রঃ আমরা ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, অশ্লীল, অনৈতিক, অসামাজিক কাজের জন্য সার্ভিস/পণ্য বিক্রি করি না। এইসকল কাজে ব্যবহার না করার শর্তে আমাদের পণ্য/সার্ভিস গ্রহন করুন।
👉Facebook id: / 18s8g6imp3
👉Facebook Page: / 16vpm5ex3p
👉ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ এবং সার্ভিসিং বিষয়ক যেকোনো সাহায্যের জন্যঃ / 1bgrc3njag
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: