Ki Shukhe Jay Din Rojoni Kew janena | কি সুখে যায় দিন রজনী কেউ জানেনা
Автор: Explore with Lijon
Загружено: 17 нояб. 2019 г.
Просмотров: 1 335 120 просмотров
Lyrics:- Baul Amir Uddin
Vocal:-Kaya
-------------------------------------
Bangla full lyrics:
আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
ঐ আমার প্রান বন্ধুয়ার তুলনা নাই
বলিরে তরে
দেশবিদেশে থাকো কোকিল চিনোনি তারে
সে আমার হৃদয়ের হৃদয়
সে ছাড়া অসহায় হইয়া জুরে দু-নয়ন
কোকিল যারে চাহে মন
একা একা
একা একা থাকা আমার ভালো লাগেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
আমার কি সুখে যায় দিনরজনী কেউ জানেনা
কি সুখে যায় দিনরজনী কেউ জানেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতের অনল
সপ্ত সাগরের জলেও হবেনা শীতল
বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতের অনল
সপ্ত সাগরের জলেও হবেনা শীতল
হইযে বসন্ত ফাগুন
কোকিলার কুহূ সুরে বুকে ধরে ঘুন
বন্ধু হইলো নিদারুণ
আসিবে বলিয়া গেলো ফিরে এলোনা
আসিবে বলিয়া গেলো ফিরে এলোনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
মনের মানুষ বিনে আমি কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নিরে রাখা
মনের মানুষ বিনে আমি কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নিরে রাখা
কোকিল আমার উপায় বল
প্রান বন্ধুয়ার খবর জানলে আমায় নিয়া চল
আমি তার নামের পাগল
আমির উদ্দিন শুধুমাত্র বন্ধুর দেওয়ানা
আমির উদ্দিন শুধুমাত্র বন্ধুর দেওয়ানা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
আমার কি সুখে যায় দিনরজনী কেউ জানেনা
কি সুখে যায় দিনরজনী কেউ জানেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: