Aaj Ei Bristir Kanna Dekhe... By Shuvo Das
Автор: BiniSuto
Загружено: 2024-08-24
Просмотров: 27202
Aaj Ei Bristir Kanna Dekhe...
By Shuvo Das
Live recording at Bini Suto
Song : Aaj Ei Bristir Kanna Dekhe
Originaly Sung by : Ustad Niaz Mohammad Chawdhury
Tune by : Lucky Akhand
Lyricist : Kausar Ahmed Chaudhury
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়,
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ঐ মুখ।
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি ..
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি..
কত দূরে যাবে বলো,
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়,
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ওই মুখ।
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি ..
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি..
কোন দূরে যাবে বলো,
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়,
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ঐ মুখ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: