Apache RTR mileage 50+😱 ৫০ কিলো প্রতি লিটারে! Over flue off! how to clean carborator. Part 1
Автор: Bike Master SBDSC
Загружено: 2022-06-26
Просмотров: 21733
আসসালামু আলাইকুম Viewers. আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমাদের প্রতিষ্ঠানটির নাম Super Bike Digital Servicing Center. Motorcycle এর যে কোনো সমস্যা সমাধানে আমাদের কাছে পরামর্শ নিতে পারেন।
আজকের ভিডিওটি তেল সংক্রান্ত সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে । Apache RTR একটি মটরসাইকেলে Over flue (কার্বোরেটর দিয়ে তেল পড়ার সমস্যা) এর জন্য আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করা হয়। Bike টি তেল পড়া সমস্যা ছাড়াও মাইলেজ কম, পিকাপ জাম। এসমস্ত সমস্যা সমাধানের জন্য বাইকটি খোলা হয়। মূলত মাইলেজ নিয়েই কাজটি করা হয়েছে। বাকি সমস্যা গুলো অটোমেটিক ভাবেই সমাধান করা হয়েছে। অত্যাধুনিক পদ্ধতি ও ডিজিটাল যন্ত্রপাতি দ্বারা টেকনিক্যালি কাজ গুলো করা হয়েছে। Air Filter সহ Carborator, টেফিড, টাইমিং, এসি পাম্প এ সকল কিছুই একটি এডজাস্টমেনটে এনে কাজ গুলো করা হয়েছে।
আমাদের শাহীন মামা (প্রধান টেকনিশিয়ান) Apache RTR এ প্রতি লিটার ৫০ কিলো দিতে পারবে এমন কথাই বলেছে। কাজটি করার পর প্রমান করার জন্য সরাসরি সরেজমিনে এর পরীক্ষাটিও করে দেখানো হয়েছে। তবে ভিডিওটি অধিক বড় হয়ে যাওয়ায় প্রমান ভিডিওটা 2nd part হিসেবে ছাড়া হবে।
Motorcycle এর যেকোন সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে পরামর্শ চাইলে কমেন্ট বক্স অথবা ফসবুক পেজে সমস্যাটি উল্লেখ করতে পারেন। আমরা সর্বদা আপনাদের সেবা করতে প্রস্তুত।
আমাদের ফেসবুক পেজটি ফলো করুনঃ
/ super-bike-digital-servicing-center-104036...
আমাদের Contact Number: 01325239596 / 01939352764
Email:- bikesbdsc@gmail.com
#bike #mileage #service #fuelsaving
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: