মাত্র ৭ শতাংশ জমিতে পুঁইশাক চাষ করে ৪০ হাজার টাকা আয়, l Roza Agro l পুঁইশাক চাষ
Автор: Roza Agro
Загружено: 2023-04-07
Просмотров: 31998
পুঁইশাক চাষী
------------------------
মোঃ মফিজুল ইসলাম
গ্রাম- আমঝুপি উত্তরপাড়া, উপজেলা- মেহেরপুর
জেলা- মেহেরপুর
মোবাইল- 01929902697
=============================================
মাত্র ৭ শতাংশ জমিতে পুঁইশাক চাষ করে ৪০ হাজার টাকা আয়
==============================================
মাত্র ৪ কাঠা বা ৭ শতাংশ জমিতে পুঁইশাক চাষ করে ৪০ হাজার টাকা আয়। দর্শক বন্ধুরা-----। পুঁইশাক চাষীর লাভের অংকটা শুনে হয়ত অবাক হতে পারেন। কিন্তু পরিকল্পিতভাবে চাষাবাদ করতে পারলে, এমন লাভ করাটা অসম্ভব কিছুনা । শুধুমাত্র এই ৭ শতাংশ জমিই না, এর পাশেই আরও ৭ শতাংশ জমিতে পুঁইশাকের বীজ বপন করেছেন। এই জমির পুইশাক শেষ হলে, পাশের জমিরটা বিক্রি উপযোগী হবে। শুধু পুঁইশাক না এর পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে আসছেন। মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের একজন চাষী মোঃ মফিজুল ইসলাম। তিনি এবার ৭ শতাংশ জমিতে পুঁইশাকের চাষ করেছেন। আসুন তার থেকেই জানার চেষ্টা করি, কিভাবে তিনি পুইশাক চাষ করেন, রোগ-বালাই কি কি হয় এবং সেজন্য কি ব্যবস্থা নেন। আশাকরি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন।
========================================================
#Rozaagro
#পুঁইশাক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: