জামায়াত আমীরের প্লান শুনে অবাক বিদেশি কূটনীতিকরা | বিএনপির কার্ড প্লান শেষ
Автор: MONIGAY TV
Загружено: 2026-01-20
Просмотров: 105
আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মানের সে‘পলিসি সামিট ২০২৬’ করে দেখালো এতে দেশীয় এবং আন্তর্জাতিক মহল নড়েচড়ে বসতে বাধ্য হবে। সেই সামিটে ঘোষিত কিছু প্ল্যান আমাকে মুগ্ধ করেছে! মনে হয়েছে ভিন্ন এক বাংলাদেশে আমি বসবাস করছি। এখনো চলমান আছে প্রোগ্রাম। জানি না আরো কত কি অসাধারণ পলিসি পাওয়া যাবে।
১. ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
মনে হচ্ছিলো অর্থনৈতিকভাবে শক্তিশালী মুসলিম সালতানাতে চলে আসলাম। বাচ্চা আর বয়সীদের চিকিৎসা ব্যয় বহন করে সরকার! একটা জনদরদি সরকার থাকলে কত কিছুই না করতে পারে, তাই না!
২. প্রথম ৩ বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ!
চাকরির বাজার বৃদ্ধির জন্য একটা মহা ধামাকা সিদ্ধান্ত। এই সুবিধা দিলে দেশী বিদেশি বিনিয়োগকারীরা পঙ্গপালের মতো এদেশে ছুটে আসবে। তখন লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।
৩. কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা।
ঋনের সুদ দিতে যাওয়া কত কৃষক নিজের ভিটেবাড়ি হারাইছে ঠিক নাই। অনেকে আত্বহত্যা করে বসে!
৪. ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
কত সুন্দর একটা পরিকল্পনা হইতে পারে চুপচাপ ভাবতেছিলাম! খুবই সম্ভব এই কাজ করা। দরকার ছিল শুধু ইচ্ছা শক্তি। আমাদের মেয়েরা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করবে এখানেই আমাদের স্বার্থকতা।
৫. স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু (এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে)। এখন যেমন সব গুলো আলাদা নিয়ে ঘুরতে হয়। এগুলো সব থাকবে একটা চিপ্সের ভিতর। একটা কাগজেই সব তথ্য দেওয়া থাকবে। আসলে প্রয়োজন শুধু মাথা খাটিয়ে পরিকল্পনা করা। সারাদিন মেরে খাওয়ার কথা ভাবলে কাজের কথা তো মনে থাকবে না।
৬. সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ। শিশু খাদ্য রাষ্ট্র দিবে! এই বাংলাদেশে এমন ঘটনা ঘটবে আমরা কখনো স্বপ্নেও কি ভেবেছি! সেটাই জামায়াত করে দেখাতে আপনার ম্যান্ডেট চায়!
৭. ‘ফার্স্ট হান্ড্রেড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও সহায়তা।
অর্থাৎ প্রথম ১০০ দিনেই প্রসুতি নারী আর মায়েদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া শুরু করবে। ৫ বছরের কথা বলে ঘুরাবে এমন না।
৮. দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়। সেই মন্ত্রনালয়ের কাজই হবে দক্ষ জনশক্তি বানানো এবং খুঁজে খুঁজে ফাঁকা যায়গায় রিপ্লেস করা৷ বেকারদের খুঁজে খুঁজে চাকরি দেওয়ার মতো। :)
একবার দেখা উচিত জামায়াত কাজে কতটা পারদর্শীতা দেখাইতে পারে। সবাই লুটপাটের রাজনীতি, সবাই পাওয়ার পলিটিক্স করে। ওয়েলফেয়ার সরকার হইলে কেমন হইতো সেই অভিজ্ঞতা আমাদের নেই। নিজেদের কল্যানে সেই অভিজ্ঞতা সবার নেওয়া উচিত।
breaking news update | Bangladesh latest news update news today | somoy sangbad update news
#breakingnews #news #currentaffairs #pinakibhattacharya #bnp #jamat #younus #আওয়ামীলীগ #ইউনূস
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: