বাংলা বানানের নিয়ম (পর্ব - ১) | ঙ VS ং কোথায় কোনটি বসবে? | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
Автор: Shawon's Bangla
Загружено: 2021-08-02
Просмотров: 189889
বাংলা ভাষার বহু বিস্তৃত রূপ, রীতি, ভিন্নতা, বিভ্রাট প্রভৃতি নিরসনকল্পে ১৯৮৪ সালে গঠিত বিশেষজ্ঞ কমিটি সর্ব মহলে অভিন্ন বানানের ক্ষেত্রে বেশ কিছু নীতি প্রণয়ন করে। সে সূত্র ধরে ১৯৮৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড একটি জাতীয় কর্ম শিবিরের আয়োজন করে এবং ২০১১ সালে বাংলা একাডেমি কিছু প্রমিত বাংলা বানানরীতি প্রণয়ন করে। ২০১২ সালে তার পরিমার্জিত সংস্করণটি প্রকাশিত হয় এবং বর্তমানে সে সুপারিশমালাই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকসমূহে ব্যবহৃত হচ্ছে।
বাংলা বানানরীতি সম্পর্কে পড়ার আগে অবশ্যই অবশ্যই ণত্ব ও ষত্ব বিধান এবং সন্ধি অধ্যায় খুব ভালো করে পড়বেন। এর কারণ সন্ধির কারণে বাংলা বানানের বেশ কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। কোথাও য-ফলা ( ্য ) বসে আর কোথাও য-ফলার সাথে আ-কার ( ্যা ) যোগ হয়ে বসে; কোথাও ই-কার ( ি ) / উ-কার ( ু ) বসে আর কোথাও ঈ-কার ( ী ) / ঊ-কার ( ূ ) বসে। এগুলো অনেক ক্ষেত্রেই সন্ধির কারণে হয়ে থাকে। আবার বাংলা বানানের কোথায় দন্ত্য-ন বসবে আর কোথায় মূর্ধন্য-ণ বসবে তা কিন্তু ণত্ব ও ষত্ব বিধানের উপরই নির্ভর করে। তাই বানান শুদ্ধীকরণের নিয়ম পড়ার আগে এগুলো ভালো করে পড়ে নেবেন।
বাংলা বানান লেখার ক্ষেত্রে অনেক সময়ই শিক্ষার্থীদের ং আর ঙ এর মধ্যে তালগোল পাকিয়ে ফেলতে দেখা যায়। দু-একটি উদাহরণের কথা যদি বলি তাহলে 'সঙ্গীত' বানানটি বাংলাদেশের ৯০% শিক্ষার্থীই 'ঙ্গ' দিয়ে লেখে। কিন্তু আধুনিক বাংলা অভিধান অনুসারে এটা ভুল। সঠিক বানান হবে 'সংগীত'। আবার 'ব্যাঙ' বানান আমরা ছোটোবেলায় প্রায় সবাই 'ঙ' দিয়ে পড়েছি। কিন্তু আধুনিক বাংলা অভিধানে 'ব্যাং' বানানটি অনুস্বার (ং) দিয়ে দেওয়া আছে।
আজকের ভিডিয়ো ক্লাসে বাংলা বানানের এই ং ও ঙ নিয়ে শিক্ষার্থীদের যে দ্বন্দ্ব হয় তা কীভাবে মাত্র ২টি টেকনিকে দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমরা ধীরে ধীরে বাংলা বানান তথা বাংলা বানানের নিয়ম বা বাংলা বানানের নিয়মাবলি, ঙ ও ং কোথায় কোনটি বসবে, বাংলা বানান শেখার সহজ উপায়, বাংলা বানানের টেকনিক, বাংলা বানানরীতি, বানান শুদ্ধীকরণ ইত্যাদি বিষয় নিয়ে ভিডিয়ো আপলোড করব।
আপনাদের সুবিধার্থে বাংলা বানানরীতি নিয়ে আমাদের সবগুলো ভিডিয়োর লিংক একসাথে দিলাম।
বাংলা বানানের নিয়ম (পর্ব - ১) | ঙ VS ং কোথায় কোনটি বসবে? | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • বাংলা বানানের নিয়ম (পর্ব - ১) | ঙ VS ং কোথ...
বাংলা বানানের নিয়ম (পর্ব - ২) | কি VS কী কোথায় কোনটি বসবে? | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • বাংলা বানানের নিয়ম (পর্ব-২) | কি ও কী এর প...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: