Samyobadi | Kaji Nazrul Islam | Independence day Special| Dance with Recitation| Ichchheghungoor
Автор: Barnika's Ichchheghungoor
Загружено: 2025-08-14
Просмотров: 188
"বন্ধু, বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদ্য়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্ এ, মদিনা, কাবা-ভবন,
মস্জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে ব’সে ঈশা মুসা পেল সত্যের পরিচয়।
এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা,
এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান,
এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই!"
সাম্যবাদী
কবিতা: কাজী নজরুল ইসলাম
কবিতা পাঠ: পারমিতা চক্রবর্তী
বাঁশি: তন্ময় রঞ্জন বিশ্বাস
নৃত্য নির্মিতি: বর্ণিকা মণ্ডল নায়েক
পরিবেশনায়: আয়ুশি পাল ও ঐশিকি সামন্ত

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: