Baba Tumi Kine Dieasile | Baba Tomar Sele Boro Hoease By Nolok Babu | Nolok Album Song | Closeup1
Автор: mesbah uddin
Загружено: 2016-06-18
Просмотров: 101050
বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে,
চারিদিকে কত সুনাম, তোমার কারনে বাবা তোমার কারনে,
তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম।
বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম।।
বাবা সেই থেকে শুরু পড়াশেনা আর গান গাওয়া,
অক্ষত গায়কের বিক্ষাত হতে চাওয়া,
তোমার আদেশ ছিল বড় হতে হবে পেতে হবে মান।।
তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম।।
বাবা সেই সব লকেরা কেমন আছে,
তাদের দেখা কি মেলে, গান গাই এই অপরাধে যারা পাঠালো জেলে।
যাদের কারনে আমি গ্রাম ছাড়া হয়ে ছিলাম।
বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে,
চারিদিকে কত সুনাম, তোমার কারনে বাবা তোমার কারনে,
তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম।
ভোরে আজান শেষে পড়তে নামাজ তুমি এক ঘরে আর মা এক ঘরে,
নামাজ শেষে আমি করতাম রেওয়াজ নিয়ম করে প্রতিটি ভরে,
সেই হারমনিয়াম আজো আছে, প্রতি দিন মুছি আমি তার ডানে বায়ে,
ভাবি ধুলো বুঝি লেগে আছে তোমার গায়ে বাবা ভাবি ধুলো বুঝি লেগে আছে তোমার গায়ে,
আজ আমি এদেশের যত বড় গায়ক তুমি উৎস বাবা নেপথ্য নায়ক।।
তোমার পায়েতে চিরকাল আমার সেলাম।
বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে,
চারিদিকে কত সুনাম, তোমার কারনে বাবা তোমার কারনে,
তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম।
বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম।।
Original Singer: Monir Khan.
Remake Singer : Nalok Babu.
Program Producer: Hamidul Islam.
Program Director: Abduss Subhan.
Music Director: Shafiq Tuhin.
Online Video Editor: Mamun Biswash.
Studio Light: Ishtiaq Habib.
Broadcast: Asian TV.
OnAir Time: 16-06-2016.
Walton music program remake popular old Bangla music with Bangladeshi government law maintain Copyright act 2000/2005, 84 (KA),(KHA) and 85 with approved by Bangladesh culture society.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: