সবসময় সাধারন ভেবে অপমান করা ড্রাইভারটি আরবের শেখের মেয়ের জীবন বাচিয়ে তুখর মেধার পরিচয় দিল সবাইকে !
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-12-04
Просмотров: 7820
আমিরা রিয়াদের ধনী, অহংকারী মেয়ে; কর্মচারীদের, বিশেষ করে বাংলাদেশি ড্রাইভার করিমকে, শুধু “ড্রাইভার” বলে তুচ্ছ করে। একদিন গাড়িতে ওঠার পর তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। করিম দ্রুত সঠিক প্রাথমিক চিকিৎসা দেয়, গোল্ডেন টাইমের মধ্যে তাকে হাসপাতাল পৌঁছে প্রাণ বাঁচায়। ডাক্তাররা জানায়, করিম আগে ঢাকা মেডিকেলে পড়ত। কৃতজ্ঞ শেখ আবদুর রহমান তার মেডিকেল পড়া ও পরিবারের সব দায়িত্ব নেন। করিম পরে ইমার্জেন্সি ডাক্তার হয়, আর আমিরা বদলে গিয়ে কর্মচারী ও শ্রমিকদের সম্মান দেয়, চ্যারিটি চালায়। গল্পের বার্তা: মানুষের আসল মূল্য তার পদবি নয়, তার মানবিকতায়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: