নতুন রূপে স্বপ্নপুরী পার্ক দিনাজপুর | Shopnopuri Dinajpur 2025 | Tour n Travel
Автор: Tour n Travel
Загружено: 2025-01-02
Просмотров: 5799
নতুন রূপে স্বপ্নপুরী পার্ক দিনাজপুর | Shopnopuri Dinajpur 2025 | Tour n Travel
স্বপ্নময় স্বপ্নপুরী। সৌন্দর্য তার বর্ণনাতীত। স্বপ্নের চেয়ে সুন্দর মায়াময় স্বপ্নপুরীতে রয়েছে অনেকগুলো স্বপ্নের ভুবন। দিনাজপুরে অবস্থিত স্বপ্নপুরী পার্ক একটি কৃত্রিম বিনোদন কেন্দ্র এবং পিকনিক স্পট। এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পার্ক। সারা বাংলাদেশ থেকে সারাবছর হাজার হাজার পর্যটক এবং দর্শনার্থী স্বপ্নপুরী ভ্রমণ করেন। এছাড়া সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী স্বপ্নপুরীতে শিক্ষা সফর এবং পিকনিক করে থাকে। স্বপ্নপুরীতে রয়েছে আলাদা আলাদা অনেকগুলো স্পট। যেমন- কৃত্রিম পশুর দুনিয়া; কৃত্রিম মৎস জগত; আদিম যুগের আজব জাদুঘর; চিড়িয়াখানা; বরফের জগত; ওয়ান্ডার সেভেন; ভুতের বাড়ি ইত্যাদি। এছাড়া স্বপ্নপুরীতে রয়েছে ছোটো এবং বড়োদের জন্য অনেকগুলো রাইড। এছাড়া স্বপ্নপুরীর সৌন্দর্যও চোখ জুড়ানো। পুরো স্বপ্নপুরীতে কী কী আছে তা আজকের ভিডিওতে দেখানো হয়েছে এবং সম্পূর্ণ একটি ট্যুর গাইড দেওয়া হয়েছে ভিডিওতে।
#shopnopuridinajpur2025 #shopnopuridinajpur2024
#shopnopuri #shopnopuridinajpur #স্বপ্নপুরী_পার্ক_দিনাজপুর #tourntravel
==============================================================================
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: