IPL 2025: Final KOLKATA-তে হবে? | ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ | T20 WC'26 | KKR Vs RCB | Virat Kohli
Автор: OutnBeyond Blogs
Загружено: 2025-05-15
Просмотров: 260
Kolkata to get either the 2026 T20 World Cup Semi-Final or Final as compensation. Mumbai likely to host the Qualifier 1 and the Eliminator. Ahmedabad to host the IPL 2025 Final and Qualifier 2.
ইডেন থেকে সরছে আইপিএল ফাইনাল! মরিয়া সিএবি চিঠি পাঠাল বোর্ডকে। কথা ছিল, আইপিএলের ফাইনাল (IPL Final) ম্যাচ হবে ২৫ মে, কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে। তার আগে ২৩ মে ইডেনেই কোয়ালিফায়ার ২-ও হওয়ার কথা ছিল।
যদিও ভারত-পাক যুদ্ধের আবহে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ছবিটা বদলে গিয়েছে। ১৭ মে, শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। গ্রুপ পর্বের ১৩টি ম্যাচের দিনক্ষণ, কেন্দ্র সহ পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে প্লে অফ ও ফাইনালের দিন ঘোষণা করা হলেও কোথায় প্লে অফের ম্য়াচগুলি হবে, জানানো হয়নি।
বোর্ডের কয়েকটি সূত্র দাবি করেছে, ৩ জুন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। তাই ফাইনাল অন্য কোনও ভেন্যুতে স্থানান্তরিত হতে পারে। যা শুনে নড়েচড়ে বসেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। তারা যে কোয়ালিফায়ার টু ও ফাইনাল ম্যাচের আয়োজনের দায়িত্ব পেতে মরিয়া, স্পষ্ট করে দিয়েছেন সিএবি কর্তারা। সে জন্য সর্বাত্মক চেষ্টা শুরু হয়েছে। বোর্ডের কাছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট পাঠাল সিএবি।
কী রয়েছে সেই রিপোর্টে?
জানা গিয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ করে ৩ জুন শহরে আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নিয়ে জানতে চেয়েছিল সিএবি। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টের ওপর ভিত্তি করে একটি বক্তব্য বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে সিএবি। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে, এখনই ৩ জুনের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এক সপ্তাহ আগে, ২৫ মে এর পূর্বাভাস দেওয়া সম্ভব বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সিএবি কর্তাদের মতে, এত আগে থেকে আবহাওয়ার পূর্বাভাসের উপর ভিত্তি করে ৩ জুনের IPL ফাইনাল ও তার আগে কোয়ালিফায়ার টু ম্যাচগুলি শহর থেকে সরিয়ে নেওয়া ঠিক নয়। সিএবি আশাবাদী, তাদের ও আবহাওয়া দফতরের রিপোর্ট দেখার পর BCCI সঠিক সিদ্ধান্ত নেবে।
BCCI আইপিএলে নতুন সময়সূচি ঘোষণা করেছে, তাতে প্লে-অফের ম্যাচগুলির তারিখও রয়েছে। প্লে-অফের প্রথম ম্যাচ ২৯ মে অনুষ্ঠিত হবে। এর পর এলিমিনেটর ম্যাচ ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ১ জুন এবং ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হবে। BCCI লিগ পর্বের জন্য ৬টি স্টেডিয়াম নির্বাচন করেছে। কিন্তু এখনও পর্যন্ত প্লে-অফ ম্যাচগুলির ভেন্যু চূড়ান্ত করতে পারেনি।
বোর্ড জানিয়েছে, প্লে-অফ ম্যাচগুলি কোথায় খেলা হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এর পর শোনা যায় যে, ফাইনাল এবং কোয়ালিফায়ার ২ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়া হতে পারে। এর পিছনে কারণ হিসেবে ৩ জুন এবং তার আশেপাশের দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনাকে দেখানো হয়েছে।
CAB salutes our Armed Forces. The Cricket Association of Bengal hails and salutes the courage, resilience, and commitment of our Armed Forces, who stood tall on the frontline in safeguarding our nation.CAB respects and pays tribute to the Indian Army, Navy, and Air Force for constantly protecting the nation with great courage and commitment. Our Armed Forces are no less than true heroes.
"Justice is Served"! Jai Hind!
#viratkohli #teamindia #bcci #viratkohli #PlayBold #teamindia #cricketassociationofbengal #IndianArmy #CAB #bcci #viratkohliretirementannouncement #PMModi #cricket #OperationSindoor #IndiaPakistanWar #ipl2025 #playoffs #EdenGardens #Trending #royalchallengersbangalore #kolkataknightriders #Viral #TATAIPL #pointstable #rcbvskkr
#outnbeyond #outnbeyondblogs #pahalgam #pahalgamkashmir
Do Like and share our videos and SUBSCRIBE to the channel.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: