krishno Bole Amar Radha | Dwijendralal Roy | Aditi Munshi | Bengali Song |
Автор: Aditi Munshi
Загружено: 2025-09-10
Просмотров: 57032
ভালোবাসার এক দশক” - এর চতুর্থ গান কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত কৃষ্ণ বলে আমার রাধা আপনারা বরাবর বিশেষ পছন্দ করেছেন , তাই হাঁসি মজায় গানে গল্পে নতুন করে আপনাদের কাছে পৌছে দিলাম এই গান |
গোলকধামে কিংবা মর্তধামে একটি বিষয় কিন্তু এক্কে বারে সমান প্রাণের মানুষের সাথে খুনসুটি বা ভালোবাসা ওখানেও আছে আর এখানেও সেটা স্বকীয়া হোক বা পরকীয়া | তা একদিন ছুটির দিনে রাধা আমার সকাল থেকে সাংসারিক কাজে ব্যাস্ত স্বাভাবিক ভাবেই সে অনেক বেশী ক্লান্ত | এমন সময় কৃষ্ণ গেলেন তাকে মিষ্টি কোলাহলে বাঁধতে |
কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও
আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও
মরি নিজের জ্বালায়
কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই
অরে রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই
সরো ধোঁয়ায় মরি
কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেণু
আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেনু
আমায় ধরো ধরো
কৃষ্ণ বলে পীত ধরা বলে আমায় সবে
আর রাধা বলে বটে হলো মোক্ষ লাভটি তবে
থাক আর খাওয়া দাওয়া
কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো
আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো
রূপ তো ছাপিয়ে পরে
কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা
আর রাধা বলে ঘুম হচ্ছে না এ তো ভারি জ্বালা
তাতে আমারি কি
কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয়
আর রাধা বলে লোকের কথা করোনা প্রত্যয়
লোকে কি না বলে
কৃষ্ণ বলে রাধা তোমার কি রূপেরই ছটা
আর রাধা বলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তাতো বটে
সেটা সবাই বলে
কৃষ্ণ বলে রাধা তোমার কিবা চারুকেশ
আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ
সেটা বলতেই হবে
কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা
আর রাধা বলে কৃষ্ণ তোমার খাস মিষ্টি কথা
যেন সুধা ঝরে
কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনিতো কভু
আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তবু
নইলে আরো সাদা
কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে
আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে
গোল তো মিটেই যেত
রাধা কৃষ্ণের মিলন হলো জগড়া বিবাদ শেষে
সবাই মিলে হরি বলো প্রেম এ ভালোবেসে ||
সহযোগীবৃন্দ:
সঙ্গীত আয়োজন : প্রদ্যুৎ চ্যাটার্জী
কন্ঠ: অদিতি মুন্সী
বাঁশি: সুবীর রায়
গিটার : সৌম্যরাজ চ্যাটার্জী
সেতার: সৌরভ গাঙ্গুলী
বাংলা ঢোল : অরুণাভ গুপ্ত
কোরাস: সঙ্গীতমের ছাত্রীবৃন্দ
রেকর্ডিং স্টুডিও: সঙ্গীতম
রেকর্ডিস্ট: বাপ্পাদিত্য চক্রবর্তী
পার্শ্বচরিত্রে: রবিউল,সৌরভ,মেঘা,গার্গী,রিনা, নিশা,সুতপা,সীমা,গায়ত্রী,লক্ষ্মী,প্রত্যয়,গৌরব
শিল্পীসাজ (অদিতি মুন্সী) : প্রশান্ত রায়
শিল্পীসাজ : পাপিয়া রায় ঘোষ
শিল্প নির্দেশনা: অনির্বাণ দাস
আলো: রাকেশ মণ্ডল
ট্রলি ও ক্রেন: জয়দেব মণ্ডল
এল.ই .ডি.: গৌরব দত্ত
চিত্রগ্রাহক : সমর শীল ও ইন্দ্রজিৎ মজুমদার
সম্পাদনা : দীপাঞ্জন মুন্সী
কালারিস্ট - আদিত্য চৌধুরী
ক্রিয়েটিভ ডিজাইনার - তিথি চৌধুরী
কার্যনির্বাহী প্রযোজক : রাজা লাহিড়ী
বিশেষ সহযোগিতায় : প্রসেনজিত, অজু, পিঙ্কি ,তপন,অসীম
ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা :
শ্রীমতী কস্তুরী চৌধুরী (পৌর প্রধান, দক্ষিণ দমদম পৌরসভা ) , শ্রীযুক্ত সঞ্জয় দাস (পৌরপ্রধান পারিষদ - স্বাস্থ্য , দক্ষিণ দমদম পৌরসভা ) এবং দমদম রবীন্দ্র ভবনের সকল কর্মী বৃন্দ
ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা : অদিতি মুন্সী
অডিও লেভেল : সঙ্গীতম
নির্মাণ,ব্যবস্থাপনা ও প্রযোজনা :
সঙ্গীতম মিউজিক্যাল হাউজ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: