Kaligunin O Kanaoyalar Fand(কালিগুনীন ও কানাওয়ালার ফাঁদ)|Soumik Dey|Mystery|Tantrik Story|Scariest|
Автор: BIVA Cafe
Загружено: 2020-09-27
Просмотров: 472621
#Bangla_Supernatural_Thriller #Biva_Cafe
যখন আদি মহাজগৎ এক মহাবিষ্ফোটের ফলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেলো, সেই সময়ে সৃষ্টি হয় গ্রহ থেকে গ্রহাণু, অণু, পরমাণু। সেই সৃষ্টির আদিকালে নূতন সৃষ্টি সৃজনের নিমিত্ত জন্ম নেয় বিভিন্ন শুভকর শক্তি, যাঁরা ভবিষ্যতের সৃষ্টি হওয়া জীবদের প্রাণ রক্ষা করতে সক্ষম। একই সঙ্গে জন্ম নেয় এক পরস্পর বিরোধী শক্তি, যাকে আমরা অপশক্তি কয়ে থাকি। ধ্বংস আর সংহারই এদের মূল লক্ষ্য। তেমনই এক অপশক্তি হল কানাওয়ালা।
কানাওয়ালা, ভুলো, নিশি কাকে বলে জানা আছে? সাবধান। গ্রাম-গঞ্জের মিথ এখন কিন্তু তাড়া করে বেড়াচ্ছে শহরতলির মানুষদেরও।
'বিভা ক্যাফে'র আজকের নিবেদন – “কালীগুণীন ও ছয় রহস্য” সংকলন থেকে নেওয়া সৌমিক দে-এর লেখা তন্ত্রাশ্রিত অলৌকিক গল্প “কালীগুণীন ও কানাওয়ালার ফাঁদ”।
গল্পপাঠে এবং গল্পের সূত্রধার : তমাল
বিভিন্ন চরিত্রে - অর্ঘ্য , দেবদত্ত , দীপক , বরেন, অনন্যা এবং তমাল
সম্পাদনায় - সায়ন
ভি এফ এক্স : অভিজিৎ
পোস্টার ডিজাইন - কৃষ্ণেন্দু
প্রযোজনা ও পরিবেশনায় - বিভা পাবলিকেশন
আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।
আমাদের নতুন গল্পের আপডেট পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ--
/ bivapublication
#Biva_Cafe #Horror_Suspence #Kaligunin #Bhutbhutum
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: