কেন কাকলি পারভীন মুর্শিদি গান দিয়ে বন্দনা গানের আগে মঞ্চ শুরু করেন ?
Автор: Golam Tv
Загружено: 2023-04-04
Просмотров: 19968
গান, বাংলার বাউল গান,আকাশে বাতাসে ভেসে ওঠে বাউল এর সুমধুর কন্ঠস্বর-এর নাম বাউল গান, যে গান মানুষের জীবনে কথা বলে, হৃদয়ের ভাব উদয় হয়, সেই ভাবে মোহিত হয়ে মানুষ খুঁজে পায় আত্মসুদ্ধা, খুঁজে পায় প্রভুর নৈকট্য লাভের সঠিক পথের সন্ধান, পৌঁছে যায় মহামানবের উচ্চ শিখরে, সে দিকে লক্ষ্য রেখে ভাববাদী মানুষের আত্মার খোরাক জোগাতেই আমি মোঃ গোলাম মইনুদ্দিন মহান মুর্শিদের উপর ভরসা রেখে আপনাদের জন্য শুরু করলাম- গোলাম টিভি (শুদ্ধ সংগীতের প্রতীক)আশা করি নিত্য নতুন ভালো ভালো বাউল গান দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারব, আপনারা সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভালোলাগা ভালোবাসা অনুযায়ী নতুন নতুন গান আপলোড করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন.
🚦📢📢 সতর্কবাণী !!! 🚦📢📢
এই চ্যানেলের কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন । আমাদের কোন ভিডিও অন্য কোন চ্যানেলে পাওয়া গেলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: