ঋষিধামে বেজেছে মহামিলনের সুর| কুম্ভমেলা| Banskhali| Chattogram
Автор: Chokhjure
Загружено: 2025-11-10
Просмотров: 84
বাঁশখালী ঋষিধামে বেজেছে মহা মিলনের সুর, কুম্ভমেলা।
মেলার বাকি কয়েক মাস। এর আগে চলুন মেলার প্রস্তুতি জানি এবং ঘুরে দেখি সনাতনী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন তীর্থস্থান বাঁশখালী ঋষিধাম।
গুনাগরী রামদাস হাট বাজারে গাড়ি থেকে নেমে পূূর্বদিকে চোখধাধানো দুটি গেট পেরিয়ে সোজাপথে ঋষিধাম। মূল ফটকে ঢুকতেই শিবমন্দির। বামে আছে অদ্বৈতানন্দ দাতব্য চিকিৎসালয় ও ভৈরব মন্দির। নাড়া দেয় শরীর। এই বুঝি মন্দির আঙিনায় প্রবেশেই ঠাকুরের শীতল ছোঁয়া মিললো।
গাছগাছালিতে ভরপুর প্রাকৃতিক পরিবেশে ঘেরা মূল মন্দিরের প্রবেশপথ ধরে কিছুদূর গেলেই ঘাসেভরা দিগন্তজোড়া মাঠ। মাঝখানে কীর্ত্তনের নাচঘর। যেখান থেকেই গেরুয়া রঙের নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মূল মন্দিরের দেখা মিলে। ডানেই আছে অতিথি শালা।
বিকালের দিকে আমি ঋষিধামে আসি। পশ্চিম দিকে নুয়ে পড়া সূর্যের আভা যখন মন্দিরে পড়ে তখন জ্বলজ্বল করছিল মূল মন্দিরের চূড়া। ফটকসহ মন্দিরটি দেখতে দারুন লাগছিল। এবার মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মূলন্দিরের ফটকের সামনেই আছে ধ্যান মন্দির। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সন্নাসী নিবাস। যেখানে ঋষিধামের সন্নাসীরা থাকেন।
আগেই বলেছি ঋষিধাম প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৮ সালে। তখন নির্মিত পুরানো মন্দিরটি ভেঙে ২০১৭ সালে নান্দনিকরূপে নতুন মন্দির নির্মিত হয়।
সুনসান নিরবতায় মন্দিরের ভেতরকার পরিবেশ হিমশীতল ও স্নিগ্ধতায় ভরা। মন্দিরের ভেতরে এমন পরিবেশ সাজানো হয়েছে যেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী জগদানন্দ পূরী মহারাজ, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পূরী মহারাজ, শ্রীমৎ স্বামী সুদর্শরানন্দ পূরী মহারাজ স্বয়ং অবস্থান করছেন। তাইতো প্রতিদিন প্রিয় গুরুর দর্শন পেতে শতশত ধর্মপ্রাণ নারী-পুরুষ ঋষিধামে ছুটে যান। বর্তমানে ঋষিধামের পঞ্চম মোহন্ত মহারাজ হিসেবে আছেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পূরী মহারাজ। যদিও মহারাজ আশ্রমে না থাকায় আমি উনার দেখা পাইনি।
মন্দিরের চারপাশে বিভিন্ন স্থাপনা, পুকুরে দেবদেবীর কয়েকটি নয়নাভিরাম স্টাচু নির্মান করা হয়েছে। এই মন্দিরে বছরজুড়ে কোন না কোন অনুষ্ঠান থাকে। তবে ঋষিকুম্ভ মেলা আয়োজনের জন্য এই আশ্রম দেশবিখ্যাত হয়েছে। দেশের একমাত্র কুম্ভমেলা বাঁশখালী ঋষিধামেই হয়। আর ক'মাস পরেই বসবে ঋষিকুম্ভে ভক্তদের মিলনমেলা।
আমেজ ছাড়িয়ে এবারের কুম্ভমেলায় থাকবে শোকের আবহ। গত বছর আশ্রমের চতুর্থ মোহন্ত সুদর্শনানন্দ পূরী মহারাজ পরলোকগমন করেছেন। তাই এই মনিষীর বিপুল সংখ্যক ভক্ত কুম্ভমেলায় সমবেত হলেও তাঁদের প্রিয় গুরুর সান্নিদ্দ্য পাবে না। আশ্রমে মহারাজের স্মৃতিতে সমাধিপীঠে নির্মিত হচ্ছে একটি সমাধি মন্দির।
কুম্ভমেলা ছাড়াও ঋষিধাম দর্শন ও সেখানকার প্রান প্রকৃতি উপভোগে প্রচুর ধর্মপ্রাণ মানুষ সেখানে যান। যে কেউ আশ্রমে যাওয়ার আগে এই নাম্বারে যোগাযোগ করলে প্রসাদ নিতে পারবেন।
সময় যেহেতু নিকটে তাই একটি প্রাচীন তীর্থপিঠ ও দেশের একমাত্র কুম্ভমেলায় সমবেত হতে আগেভাগে প্রস্তুতি শুরু করুন। সবাইকে ঋষিধামে আন্তর্জাতিক কুম্ভমেলায় সাদর আমন্ত্রণ।
#Bangladesh #chattogram #travel #traveller #trvelvlog #traveling #Hindhu #sanatan #riligion #banskhali
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: