স্কুলের সামনেই সবজি ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের
Автор: গঙ্গাসাগর বেলাভূমি
Загружено: 2023-12-05
Просмотров: 12
স্কুলের সামনেই সবজি ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জয়নগর মহিষমারী ফাড়ী ও কুলতলি থানার পুলিশ।
কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলা শিশুশিক্ষা কেন্দ্রের সামনেই সবজি গাড়ির ধাক্কায় মৃত্যু হল নয় বছরের এক স্কুল ছাত্রের। নাম ফিরদৌস শেখ।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সিকিরহাট থেকে সবজি নিয়ে গাড়িটি কেল্লা ঢোষা রোড দিয়ে শিয়ালদহ মার্কেটে যাওয়ার কথা। দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালিরচড় ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা শিশু শিক্ষা স্কুলের সামনেই ছাত্রটিকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। তারপরেই উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার আইসি। তিনি স্কুল টাইমে ২ জন সিভিক মোতায়েনের আশ্বাস দেন। ঘটনায় ঐ ঘাতক চালক কে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। সব্জি বোঝাই গাড়িটি কুলতলী থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: