Beautiful_Bangladeshi_Village_Drone_View_ ড্রোন দিয়ে গ্রামের ভিডিও করার দৃশ্য।DJI Mini 3
Автор: Hasan official 2.0
Загружено: 2024-06-02
Просмотров: 44
Beautiful_Bangladeshi_Village_Drone_View
আজও সেই গ্রাম-বাংলার দৃশ্য। সত্যিই এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এটি। যে গ্রামকে আমরা ছেড়ে এসেছি, সেই গ্রামের এমন দৃশ্য সত্যিই আমাদের হৃদয়কে নাড়া দেয়।
আমরা সবাই অনেক শহরের দৃশ্য দেখেছি সেখানে চারিপাশে অনেক বড় বড় বিল্ডিং অফিস শপিংমল অনেক রকমের গাড়ি ইত্যাদি দেখে থাকি
কিন্তু আমরা যারা শহরে থাকি তারা গ্রামের কি সুন্দর দৃশ্য সেটা আমরা দেখতে পাই নাই এই জন্য মূলত আমার এই ভিডিওটি করা ভিডিওতে তুলে ধরা হয়েছে অনেক গাছপালা গ্রামের রাস্তা গ্রামের ছোট ছোট কুঁড়েঘর বাড়ি ছোট ছোট খাল বিল নদী নালা সবুজ শ্যামল জায়গা ইত্যাদি
সাজানো গুছানো গ্রামের প্রাকৃতিক দৃশ্য।
তেমনই আজকের ভিডিও তে গ্রামের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হলো। আজকের ভিডিওতে যে গ্রামটির দৃশ্য আপনারা দেখতে পাবেন । এই গ্রামের প্রথমে সবুজে ঢাকা আমের বাগান দেখতে পাবেন। রেলওয়ে স্টেশন। গ্রামের রাস্তার পাশে গড়ে ওঠা চায়ের স্টল । সেখানে মানুষ চা পান করছে ও গল্প করছে। গ্রামের মেঠো পথে রয়েছে অসাধারণ দৃশ্য এবং মাঠের মধ্যে একটি বাড়িতে আর্জেন্টিনার পতাকা টানানো। গ্রামের রাস্তার পাশে একজন কৃষক তিনি পুঁইশাক বুনছেন। এরপর গ্রামের ভিতর দিয়ে যাবার সময় চোখে পড়লো কিছু ছেলে বরশি দিয়ে মাছ ধরছে। সব মিলিয়ে এই গ্রামের অসাধারন দৃশ্য যা আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ষ
পল্লী গ্রামের দৃশ্য । না দেখলে মিস করবেন।।।৷ village view.
👉আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি তে ঘুরে আসতে পারেন অথবা নিচে ভিডিও লিংক দেওয়া আছে দেখতে পারেন
#dji mini3# Hasibur#Kamdubpur#

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: