"সাহেব কটা" রোগে আক্রান্ত নারীদের একঘরে জীবন || বিচ্ছিন্ন দ্বীপে মাত্র দুটি পরিবার || Nirmol Char
Автор: Traveler Matin
Загружено: 2025-12-03
Просмотров: 5506
"সাহেব কটা" রোগে আক্রান্ত নারীদের একঘরে জীবন || বিচ্ছিন্ন দ্বীপে মাত্র দুটি পরিবার || Nirmol Char
#nirmol_char #murshidabad_char_village
#পদ্মানদীর_চর
নির্মল চর পদ্মার বুকে জেগে ওঠা একটি বিচ্ছিন্ন দ্বীপ ৷ যেটা নদীর পলি জমে গঠিত, প্রাথমিকভাবে নদীমাতৃক, ভেঙে–গঠিত দ্বীপ বা চর। এটা মুর্শিদাবাদ এর একদম শেষ প্রান্তে অবস্থিত ৷এর পাশেই রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা ৷
এর মতো চরভূমি সাধারণত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে শক্ত ভাবে সংযুক্ত নয় — ফলে ভৌগোলিকভাবে এটি “দূর্বল সংযুক্তি” (poorly connected) থাকে।
চর হওয়ায়, বন্যা–বন্যাসংক্রান্ত ঝুঁকি ও প্রাকৃতিক চ্যালেঞ্জ থাকে ৷ প্রতিবারই বন্যার সময় এই দ্বীপ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়।
এই এলাকার মানুষ সাধারণত নিম্ন বা মধ্যবিত্ত গোষ্ঠীর; চরভূমিতে বসবাস এবং কৃষি–জমি, নদীভিত্তিক জীবিকা (নৌ–পরিবহন, জেলাশিল্প ইত্যাদি) সাধারণ।
চর হওয়ায় — অন্যান্য স্থানের মতো অবকাঠামো, স্বাস্থ্য সেবা, যোগাযোগ, স্থায়ী রাস্তাঘাট সব সময় সহজ নয়। গবেষণায় দেখা গেছে, চর dwellers বা বসবাসকারীদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাপনে প্রতিবন্ধকতা থাকে ৷
আজ আপনাদেরকে ঘুরে দেখবো এই চরের এমন একটা গ্রাম , যেটা পদ্মা নদীর ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে ৷
এখন সেখানে মাত্র দুটো পরিবার বসবাস করছে ৷
এর মধ্যে একটি পরিবার আবার চামড়ার একটা বিশেষ রোগে আক্রান্ত, দুজন প্রাপ্তবয়স্ক নারী তাদের বিয়ে হচ্ছে না , তাদের বাবা মারা গেছেন সাপের কামড়ে ,এখন তাদের অসহায় মা আর দুই বোনের সংসার ৷
আর একটি পরিবারে থাকেন এক নিঃসঙ্গ বৃদ্ধ, যার কেউ নাই, একা মানুষের সংসার ৷
#river_island #beautiful_village
#ভারতের_চর #last_village_of_india
#border_village
#traveler_matin
contact me :- oahmed126@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: