লিজ নেয়া ৫২ টা গাছ থেকে ৩০ লাখ টাকার লিচু
Автор: Krishi Bioscope
Загружено: 2022-06-06
Просмотров: 56544
যত্ন করলে রত্ন মেলে।
লিচু যেমন অসাধারণ ফল তেমনি অসাধারণ মাটি ও আবহাওয়া ছাড়া ভাল লিচু হয়না। লিচুর বাগান মালিক সাধারণত ফুল আসার পর পরই বগান বিক্রি করে দেয়। যিনি বাগান কেনেন তিনি কিন্তু অনেক রিস্ক নিয়ে লিচুর জন্য অপেক্ষা করেন। অনেক অনেক পরিচর্যা, পাহারা বসানো, মানুষ ও বাদুড় থেকে বাচানোর পরেই পাওয়া যায় কাঙ্ক্ষিত লিচু।
টসটসে লিচু...একবার খাওয়া শুরু করলে ২০-৩০ টা নিমিষেই শেষ।
কৃষিই সমৃদ্ধি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: