কবুতর বাজার | Kobutor Bazar || Pigeon Haat in Bangladesh | কুমিল্লায় বিশাল কবুতরের হাট | Biloy Mrong
Автор: Biloy Mrong
Загружено: 2022-02-18
Просмотров: 6445
যারা এই হাটে আসতে চান তাদের জন্য ঠিকানা দিচ্ছি।
দিদার মার্কেট, হালিমানগর,
ধনপুর, কোটবাড়ি রোড, কুমিল্লা।।
কোটবাড়ি বিশ্বরোড থেকে টমচম ব্রিজ যাওয়ার পথে দিদার মার্কেটে বসে এই হাট। আপনি ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে রোড দিয়ে আসেন তাহলে, কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে নেমে যাবে। নেমেই যে কাউকে দিদার মার্কেট এর কথা জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে। কোটবাড়ি বিশ্বরোড থেকে সিএনজি বা অটোতে ১০ টাকা নিবে। আর যদি টমচম ব্রিজ থেকে আসেন তাহলেও ১০ টাকা নিবে।
দিদার বললেই আপনাকে নামিয়ে দিবে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই হাটটি বসে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: