মাওয়ার চাপ সামলাও রেষ্টুরেন্টের,চাপ সামলানো কি আসলেই কঠিন?|Honest food review in mawaghat-2025🇧🇩|
Автор: Wander & Feast
Загружено: 2025-10-03
Просмотров: 676
মাওয়ার চাপ সামলাও রেষ্টুরেন্টের,চাপ সামলানো কি আসলেই কঠিন? চলুন দেখাযাক আজকের ফুড ব্লগটি চাপ সামলে করতে পেরেছি কি না।
আজ আমরা বেরিয়ে পড়েছিলাম এক দারুণ জার্নিতে - উদ্দেশ্য পদ্মার তাজা ইলিশের স্বাদ নেওয়া।
প্রথমে আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম দেশের অন্যতম সুন্দর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে,রাতের বেলায় এই এক্সপ্রেসওয়ের দৃশ্য ছিল মন মুগ্ধ করা।
আলো ঝলমলে পথ দিয়ে যেতে যেতেই মনে হচ্ছিল যেন এক অন্য জগতে চলে এসেছি,দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন আমরা মাওয়া ঘাটে পৌঁছালাম, তখন পেটে চলছিল ছুঁচোর ডন,আর ইলিশের গন্ধে তখন চারদিক ম ম করছে।
মাওয়া ঘাটে অসংখ্য রেস্টুরেন্টের মাঝে আমরা বেছে নিয়েছিলাম জনপ্রিয় 'চাপ সামলাও রেস্টুরেন্ট'। মাওয়াঘাটের পরিবেশ আর খাবারের সুনাম অনেক শুনেছি, তাই ভাবলাম এবার নিজেই পরখ করে দেখি। 🍽️
আর হ্যাঁ, এখানে এসে পদ্মার তাজা, রূপালী ইলিশ না খেলে কি হয়? আমরা কিনেছিলাম পদ্মার তাজা রূপালী ২টি ইলিশ,সরিষার তৈল দিয়ে ভাজা ইলিশ,ইলিশের লেজ ভর্তা সাথে ছিল গরম গরম ভাত, ডাল আর বিভিন্ন রকমের ভর্তা।
প্রথম কামড়েই মন ভরে গেল ইলিশের স্বাদ, গন্ধ আর নরম তুলতুলে মাছে - আহা, অসাধারণ! সত্যিই মনে রাখার মতো একটা ভোজ ছিল। 🤤
আর সাথে ছিল পদ্মা নদীর নির্মল বাতাস শান্ত পরিবেশ।
👉 ভিডিওতে থাকছে:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাতের দৃশ্য 🌃
মাওয়া ঘাটের পরিবেশ 🌊
চাপ সামলাও রেস্টুরেন্টের ফুড রিভিউ 🍴
পদ্মার ইলিশের স্বাদ ও আসল অনুভূতি 😋
📌 যদি আপনি ফুড লাভার হন বা ভ্রমণের পথে মাওয়া ঘাটে যেতে চান, তবে এই ভিডিও আপনার জন্য একদম পারফেক্ট।
ভিডিওটি ভাল লেগে থাকলে অবশ্যই লাইক,কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন✅ / @wanderfeast1
আমাদের খরচ।💵
ঢাকা-মাওয়া-ঢাকা প্রাইভেট কার ভাড়া-৩,০০০/-
২টি মাছসহ ৫জনের খাওয়ার খরচ-৩,৬০০/-
ড্রাইভার ফয়েজ এর নাম্বার :+8801401-706632
#wanderfeast
#ঢাকা_মাওয়া_এক্সপ্রেসওয়ে #মাওয়া_ঘাট #পদ্মারইলিশ #চাপ_সামলাও_রেস্টুরেন্ট #FoodReview #BangladeshFood #PadmaHilsa #MawaGhat #DhakaMawaExpressway #HilsaFish #TravelVlog #FoodVlog #BanglaFoodVlog #BangladeshTravel #NightView
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: