Dhoirjo Na Dhorite। ধৈর্য না ধরিতে পারি না সহিতে |চণ্ডীদাসের গান।Chumky। Sikder Bashudeb।Tuhin kabir
Автор: SIkder Bashudev O Dyulok
Загружено: 2025-03-23
Просмотров: 618
Chandidas has composed many verses on the love and separation of Radha and Krishna. This song is one of his finest works. Radha, longing for a glimpse of Krishna, shares the anguish of her love for Kanu with her friends. The sorrow of Krishna's absence is echoed in every line of this song.
As we listen to each line of the song, we feel the deep sorrow of a lover separated from her beloved. And in the end, Chandidas' famous saying about the power of love leaves us reflecting: "He who has suffered and died while still alive, his life is truly fulfilled."
এই পদটি রচনা করেছেন মধ্যযুগের অর্থাৎ চতুর্দশ শতকের বাঙালি কবি চণ্ডীদাস।
ধৈর্য না ধরিতে পারি না সহিতে
অনুরাগে তনু ঝরে।
আমার কৃষ্ণ পিপাসায়, যায় যায় প্রাণ যায়
ধরো গো আমারে ধরো সইগো।।
গঙ্গাজল মৃত্তিকা তুলসী পাতা
লেপো গো রাধারই অঙ্গে।
দেখো শ্যামের চিত্রপট রাখিও নিকট
মরিতে যে জন রহে সঙ্গে সইগো।।
দেহ সমাধি না দিও, দেহ না পুড়িও
দেহ না ভাসাইও জলে।
দেখবা তোমার সবে মিলিয়ে
ওই তরুমূলে, বাঁধিও তমালের ডালে সইগো।।
যদি কোনো ছলে ওই তরুমূলে
আসে গো চিকন কালা।
দেখো মৃত্যু গন্ধ পাইয়া, যদি চায় ফিরিয়া
ঘুচিবে বিরহ জ্বালা সইগো।।
কহে চণ্ডীদাসে শুনো গো যুবতী
পিরিতি রসের সার।
পিরিতি করিয়া যে জন যায় মরিয়া
সাফল্য জীবন তার সইগো।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: