Jhapa Baor Floating Bridge | ঝাঁপা বাওড় ভাসমান সেতু | Jessore | Bangladesh
Автор: Bahauddin sagor
Загружено: 2019-04-18
Просмотров: 2325
যশোরে গ্রামবাসীরা তৈরি করছে হাজার ফুট দীর্ঘ ভাসমান সেতু |
ঝাঁপা ভাসমান সেতু
মণিরামপুরের রাজগঞ্জের বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে ঐতিহ্যবাহী ঝাপা বাওড়। রাজগঞ্জ বাজারের সঙ্গে ঝাপা গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো নৌকা। বাওড় দিয়ে বেষ্টিত ঝাঁপা গ্রামের বাসিন্দারা তাই শত শত বছর ধরে নৌকায় পার হয়ে রাজগঞ্জ বাজারে আসা যাওয়া করে আসছেন।
স্কুল-কলেজগামী শত শত শিক্ষার্থী একইভাবে নৌকায় পার হয়ে যাতায়াত করে আসছেন। যা অত্যান্ত ঝুকিপূর্ণ। নৌকা দিয়ে পার হতে গিয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বাঁওড়ের পানিতে পড়ে পরিধেয় কাপড়সহ বই খাতা ভিজিয়েছে। ঝাঁপা গ্রামবাসীর বহু বছরের এই দুর্ভোগ লাঘব করতে এবার এগিয়ে এসেছেন ঝাঁপা গ্রামের ৫৬ যুবক। উদ্যোগ নিয়েছেন নিজেস্ব অর্থায়নে বাঁওড়ের ওপর ভাসমান সেতু তৈরির।
অর্থ সংগ্রহের কাজটি শুরু করে দেন। গঠন করেন ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে তৈরি করছেন এক হাজার ফুট লম্বা প্লাস্টিকের ড্রামের ওপর লোহার সেতু। তবে কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্বপ্নের ভাসমান সেতু নির্মানের কাজটি তারা শুরু করেন । তারা কোন প্রকৌশলীর মতামত এ ক্ষেত্রে নেননি। নিজেদের পরিকল্পনা দিয়েই ৮৩৯ টি প্লাস্টিকের ড্রাম, ৮শ’ মণ লোহার অ্যাঙ্গেল পাত ও ২৫০টি লোহার সিটের মাধ্যমে লোহার পাত দিয়ে একেরপর এক ড্রাম যুক্ত করে তৈরি করেছেন চার ফুট চওড়া এক হাজার ফুট দীর্ঘ সেতুটি। এ কাজটি নিপুন ভাবে করে চলেছেন রাজগঞ্জ বাজারের লেদ কারিগর রবিউল ইসলাম।
দীর্ঘদিন পর স্বপ্নের এ সেতুটি বাঁওড়ের ওপর নির্মান হওয়ায় বেজায় খুশি ঝাঁপা এলাকার প্রায় ১৫ হাজার নারী-পুরুষ। যারা প্রতিনিয়ত একাধিকবার নৌকায় বাঁওড় পাড়ি দিয়ে আসেন রাজগঞ্জ বাজারসহ উপজেলা শহরে। খুশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এমনকি পথচারীরা। শুধু গ্রামবাসী ও পথচারী নয়, যারা বাঁওড়ে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করতেন, সেই মাঝিরাও খুশি। সেতু নির্মাণে তারা জানিয়েছেন সাধুবাদ।
ref: https://bit.ly/2ItIy5w
Music Background:
Music: Desert Sky - Silent Partner • Desert Sky – Silent Partner (No Copyright ...
#ঝাঁপাবাওড়ভাসমানসেতু
#floatingbrifge
#lowcostbridge
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: