গানের ভাষা মন,শব্দ নয়|আগার তুম সাথ হো।সাইফ|ইমরান
Автор: Made In Bangladesh
Загружено: 2025-05-25
Просмотров: 1853
সাইফ, কক্সবাজারের শহরে বেড়ে ওঠা এক দুর্দান্ত মনের শিশু। পড়াশোনার পাশাপাশি সে নিজের পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে তার পরিবারকে সহায়তা করে যাচ্ছে।
এই অল্প বয়সে তার এমন দায়িত্ববোধ সত্যিই অনুকরণীয়।তবে সাইফের আরেকটি বড় পরিচয় হলো , সে গানকে ভালবাসে মন-প্রাণ দিয়ে।গানের প্রতি তার আগ্রহ, ভালোবাসা ও নিষ্ঠা দেখে আমার মন ভরে গেছে। যখন সে গায়, তার কণ্ঠে যেন এক অপার্থিব আবেগ খেলে যায়। মনে হয়, এ ছেলেটি একদিন গান দিয়েই দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।
আমি সত্যিই চাই, সাইফ বাংলাদেশের গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক। তার কণ্ঠ, তার শ্রম আর তার স্বপ্ন যেন একদিন সবার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। আসুন, আমরা সবাই মিলে সাইফের পাশে থাকি । একটি প্রতিভাকে সঠিক পথ দেখাতে এবং তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে।
কাঞ্চন এবং জাহিদের বন্ধু আজিজ ছিল আমার সাথে ।
কিছু কিছু গান মনে লেগে থাকার মতো । গানের কোন নিজস্ব ভাষা নেই । আমাদের পরিবেশনা আপনাদের কেমন লাগলো জানাবেন ।
ভিডিও গ্রহণ : নিন্নি বুবু ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: