নিবেদন করি বন্ধুরে ও বন্ধু নিবেদন রাখো । পদকর্তা সাধক দীনহীন । ইমরান । আলী শাহ । বিশ্বজিৎ দাস সাগর
Автор: Made In Bangladesh
Загружено: 2025-04-27
Просмотров: 2472
সিলেট বলতেই চোখে ভাসে সবুজ শান্তি , শুধু শান্তি ।
কোলাহল থেকে নির্জনতায় যেতে পছন্দ করি আমি আর , এই নির্জনতায়ও কিছু মানুষকে পেয়েছি ।
তাদের সাথে ভাব আদান-প্রদান হয়েছে ।
দুর্দান্ত এই দুজনের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো ।
দু‘জনেই সিলেটের মানুষ , দু‘জনেই গানের মানুষ , ভাবুক মানুষ ।
একজন আলী শাহ এবং আর একজন বিশ্বজিৎ দাস সাগর ।
পদকর্তা সাধক দীনহীন কাঙ্গালীর গান পরিবেশন করবেন এই দুজন এবং আমার মেইড ইন বাংলাদেশ চ্যানেলে আমি তাদের একক পরিবেশনাও উপস্থাপন করবো ।
আনন্দ আসবেই...
লোকগান সংস্কৃতির এক অনন্য সৃষ্টি এই সিলেট পূণ্যভূমিতে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমার বাংলাদেশে ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: