গোলাপি রং এর চা তে ব্যাপক সফলতা পেয়েছেন নাটোরের শহিদুল | Rosella Tea
Автор: ব্যবসার খবর
Загружено: 2025-08-04
Просмотров: 429
বেকারদের জন্য সম্ভবনার ফসল রোজেলা চা উৎপাদন ।
রোজেলা এক প্রকার ভেজস চা, ঔষধি গুন সমৃদ্ধ এই চা তৈরি হয় হিবিস্কাব ফুল থেকে। রোজেলা্ চা উচ্চ রক্তচাপ নিয়ন্তণ করে, হজম এবং ওজন কমাতে সহায়তা করে । তাছাড়া এটি এন্অক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঠান্ডা লাগা ও হাপানি পড়তিরোধে সাহায্য করে।
রজেলা ফলে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছেন। ফল দিয়ে জ্যাম, জালি, আচার তৈরি করা হয়। প্রতি বিঘা জমি থেকে ৫০ কেজি শুকনো ফল পাওয়া যায় যার বাজার মুল ১,৩০,০০০ টাকা। প্রতি কেজি চা তিনি ২৫০০-৩০০০ টাকা বিক্রি করেন।
তাছাড়া medica tea ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে সারা দেশে সেই চা বিক্রি করছেন তিনি।
ধানের তুলনায় এই চা উৎপাদন প্রায় ৪ গুণ বেশি লাভ।
যারা এই চা উৎপাদন করতে চান তারা নাটোরের ঔষধি গ্রাম কাঠালবাড়ির মোঃ শহিদুল ইসলামের কাছ থেকে শিখতে পারেন। পাটের মতো এটি সহজেই চাষ করা যায়।
মোঃ শহিদুল ইসলাম - ০১৭৪০-৬৪৩৬২৩, নাটোর ।
#রোজেলাচা #রোজেলা_চা #rosellaTea #rosella_caa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: