পাহাড়ি ফল রসকো বা রক্তফল। স্বাদ ও ঘ্রাণের কারণে জনপ্রিয় হচ্ছে। আধুনিক কৃষি বার্তা।
Автор: আধুনিক কৃষি বার্তা (Adhunik Krishi Barta)
Загружено: 2025-05-10
Просмотров: 1944
দূর থেকে দেখলে মনে হতে পারে আঙুর ঝুলছে। আসলে তা নয়। এটি পাহাড়ি বুনো ফল। কাঁচা অবস্থায় দেখতে আঙুরের মতো হলেও পাকা অবস্থায় একেবারে লাল টকটকে। সাধারণত কাঁচা অবস্থায় এ ফলটি খাওয়া যায় না, পাকলে খেতে হয়।
পাকা ফলটি খোসা ছাড়ানোর পর ভেতরের বিচিসহ মাংসল অংশটুকু জমাট বাধা রক্তের মতো দেখায়। এ অবস্থায় এটি এত লাল হয় যে শরীরের কোনো স্থানে লাগলে মনে হবে কেটে রক্ত বের হয়েছে। তাই এ ফলটিকে রক্তগোটা বা রক্তফল বলে। স্বাদ ও ঘ্রাণের কারণে এটি পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি সম্প্রতি বাঙালিদের কাছেও জনপ্রিয় হচ্ছে।
আপনি যদি আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির সূচনা করতে চান তবে আধুনিক কৃষি বার্তা চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিতে আপনারা নিয়মিত কৃষি বিষয়ক সকল ধরনের সমস্যার সমাধান এবং উন্নত ও আধুনিক চাষাবাস সম্পর্কিত তথ্যচিত্র পেয়ে থাকবেন। সাফল্য গাথা আধুনিক কৃষির উৎকর্ষ সাধনে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।
সতর্কতাঃ
আমরা বিশ্বাস করি যে, কৃষকের স্বপ্নে গড়া খামার কে মাত্র ১০-১৫ মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আরো বিস্তারিত জানতে আপনি সরাসরি খামার পরিদর্শন করতে পারেন।
আমাদের প্রতিবেদন দেখে কেউ টাকা লেনদেন করে প্রতারিত হলে “আধুনিক কৃষি বার্তা ” চ্যানেল তার জন্য দায়বদ্ধ থাকবে না।
আপনি নিজে ভালভাবে যাচাই করে তারপর লেনদেন করুন।
আমাদের কাজ হল উদ্যোক্তাকে আপনাদের মাঝে তুলে ধরা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: