🌙 ইসলামিক নতুন গজল: “কাঁপে মন, ডাকে রব”
Автор: Md Aqeedah
Загружено: 2025-12-15
Просмотров: 281
🌙 ইসলামিক গজল: “কাঁপে মন, ডাকে রব”
১
কাঁপে মন গভীর রাতে, যখন পাপের হিসাব আসে,
নীরব চোখে জল ঝরে, তাওবার দরজা খোঁজে পাশে।
ভুলের পথে হেঁটে হেঁটে ক্লান্ত এই প্রাণ,
ফিরতে চাই রবের দিকে—এই শুধু আর্তনাদ জান।
২
যে সময়ে কেউ থাকে না, বন্ধ সব দরজা ঘর,
সেই সময়েই তুমি আছো, হে দয়ালু নিরন্তর।
মানুষ ভুলে, মানুষ ভাঙে, মানুষ দেয় আঘাত,
তুমি দাও আশ্রয় তখন, ভাঙা হৃদয় সাথে সাথে।
৩
কত নামাজ পড়া বাকি, কত কান্না রাখা ঋণ,
কত রাতে ডাকা হয়নি তোমায় চোখ ভেজা দিন।
তবু তুমি ডাক দাও না, ফিরাও না মুখ আজও,
এই লজ্জাই সবচেয়ে বড় রহমতের প্রমাণ বুঝি রব।
৪
কবরের সেই নীরব দিনে, একা হবো যখন,
আমল ছাড়া কিছুই থাকবে না সাথে তখন।
যদি থাকে এক ফোঁটা দয়া তোমার রহমত ভরা,
সেই দয়াতেই পার হবো—এই আশা বুকে ধরা।
৫
শেষ নিঃশ্বাসে এই দোয়া, কাঁপা ঠোঁটে থাক,
তোমার নামেই জীবন শেষ, তাতেই শান্তি পাক।
যেন বলা যায় কিয়ামতে চোখ নামিয়ে ধীরে,
“ভেঙে ছিলাম, তবু ফিরেছি—হে রব, তোমার নীড়ে।”
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: