‘‘তোর মা চাকরানি!’’ – এই কথাটা বলেই হাসছিল মেয়েটা, কিন্তু এরপর যা ঘটল, কাঁদল সবাই !
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-10-27
Просмотров: 7119
রাহুল, একজন দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র, যার মা রহিমা বেগম তিনটি বাসায় কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালান। বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাহুল ও তানিয়ার পরিচয় হয় এবং তারা বন্ধু হয়। কিন্তু যখন তানিয়া জানতে পারে রাহুল তার বাসার চাকরানির ছেলে, সে তাকে প্রকাশ্যে অপমান করে—"তোর মা চাকরানি!" রাহুল ও তার মাকে তানিয়ার বাসা থেকে বের করে দেওয়া হয়।
তিন বছর পর, রাহুল ইংল্যান্ডে MBA করে সফল ব্যবসায়ী হয়ে ফিরে আসে। তার কোম্পানির এক ইভেন্টে তানিয়া তার রূপান্তরিত রাহুলকে দেখে স্তম্ভিত হয়। রাহুল প্রকাশ্যে বলে, "পেশা কাউকে ছোট করে না, সম্মান পাওয়া যায় কাজে।" তানিয়া অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং জীবন বদলে ফেলে। গল্পটি শেখায়—মানুষের মূল্য তার মানবিকতায়, টাকা বা পদমর্যাদায় নয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: