শিশু সার্জারিতে বাংলাদেশের সক্ষমতা নেহায়েত কম নয় | অধ্যাপক ডা. রুহুল আমিন | Medivoice Health
Автор: MediVoice Health
Загружено: 2019-11-25
Просмотров: 7874
শিশু সার্জারিতে বাংলাদেশের সক্ষমতা নেহায়েত কম নয়:
১৮ বছরের নিচের মানব সন্তানকে আমরা শিশু বলি। এ শিশুরা একদিন সমাজের দায়িত্ব নেবে। শিশুদের কিছু জন্মগত ত্রুটি আছে যেগুলোকে আগে গুরুত্ব দেওয়া হতো না। কিছু কিছু মনস্তাত্বিক দিক যা আগে আমলে নেওয়া হতো না। তাদেরকে যদি ভালো করে লালন-পালন করেন, তাদের চাওয়া-পাওয়া গুরুত্বারোপ করা হয়। মানসিক, শারীরিক ও সামাজিকভাবে বেড়ে ওঠার দিকে মনোযোগ দেওয়া হয়। তাহলে সুন্দর একটি সমাজ পাওয়া যাবে। বর্তমান সরকার শিশুদের দিকে খুবই গুরুত্বারোপ করছে। আমরা যখন কাজ শুরু করি, তখন পিজি হাসপাতাল ও শিশু হাসপাতাল ছাড়া কোনো হাসপাতালে শিশু সার্জারি বলে কোনো বিষয় ছিল না। এসব বিষয় মানুষ জানতও না।
মানুষ এখন সচেতন হচ্ছে, বাচ্চার অপারেশনের জন্য কার কাছে গেলে ভালো হবে, জিজ্ঞাসা করে। তাদের চিকিৎসা পদ্ধতি বড়দের মতো না। তাদের অনেক বিষয়ই আলাদা। একটি বাচ্চাকে অপারেশনের পর ব্যথামুক্ত না রাখতে পারলে, ভবিষ্যতে সমাজের ওপর তার প্রভাব পড়বে। কষ্টের মধ্য দিয়ে বড় হলে সমাজের সঙ্গে তার আচরণ অন্য রকম হবে।
অপারেশনের সময় বাজে আচরণের মুখোমুখি হলে সারাজীবন এটি তার মাথায় থাকবে, মানুষের সঙ্গে এ রকম আচরণ করবে। সুতরাং তার চিকিৎসার বিষয়টি আলাদাভাবে দেখতে হবে।
বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় শিশু সার্জারির দিকটি যথেষ্ট মানসম্মত আছে। এ নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করা যায়। শিশু সার্জারির অবস্থা কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়ে এগিয়ে আছে। এটি আরও সুন্দর করতে চাইলে শিশুদের জন্য ইনস্টিটিউট করা দরকার, যা রাজধানীর পূর্বাচলে হতে যাচ্ছে।
-অধ্যাপক ডা. রুহুল আমিন
সাবেক চেয়ারম্যান, শিশু সার্জারি বিভাগ, বিএসএমএমইউ।
#MedivoiceHealth
স্বাস্থ্যখাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে মেডিভয়েসের সঙ্গে থাকুন।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন : https://medivoicebd.com/
Stay Connected with us:
====================
"Medivoice" is One of the Best Leading Medical Online Newspapers in Bangladesh.
Website: https://medivoicebd.com/
Facebook: / medivoicebd
Youtube: / medivoicebd
Instagram: / medivoicebd
Official Email: [email protected]
আমাদের কথা_বলবো আমরাই
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: