মধুর ক্যান্টিনের অজানা ইতিহাস|আন্দোলন সংগ্রামের নিরব সাক্ষী|Modhur Canteen.Dhaka University.
Автор: To The Focus
Загружено: 2025-10-15
Просмотров: 147
অসংখ্য আন্দোলন সংগ্রামের নিরব সাক্ষী মধুর ক্যান্টিন||মধুর ক্যান্টিনের ইতিহাস||History of Modhur Canteen@ToTheFocus
মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবনের সামনে অবস্থিত একটি রেস্তোরাঁ। প্রয়াত মধুসূদন দে'র স্মৃতি স্মরণে স্থাপিত একটি পরিচিত রেস্তোরাঁ। ১৩৭৯ বঙ্গাব্দের ২০শে বৈশাখ ক্যান্টিনটি প্রতিষ্ঠিত হয়। রাজনীতি, সংস্কৃতি চর্চা এবং আড্ডার জন্য মধুর ক্যান্টিনের আলাদা খ্যাতি রয়েছে। ক্যান্টিনটির সামনেই মধু'র একটি ভাস্কর্য রয়েছে। বর্তমানে মধুর ক্যান্টিন আধুনিক ওয়াই-ফাই সুবিধায় বেষ্টিত।
১৯৭১ সালে মধুর ক্যান্টিন পাক বাহিনীর রোষানলে পড়ে। এরই সূত্র ধরে ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হন মধুদা, তার স্ত্রী, বড় ছেলে ও তার নববিবাহিত স্ত্রী। মধুদার স্মরণে মধুর ক্যান্টিন প্রাঙ্গনেই নির্মিত হয় শহীদ মধুদার স্মৃতি ভাস্কর্য। ভাস্কর্যটির গায়ে লেখা রয়েছে ‘আমাদের প্রিয় মধুদা’ বাক্যটি। এর ভাস্কর হলেন মোঃ তৌফিক হোসেন খান। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল তৎকালীন উপাচার্য এমাজ উদ্দীন আহমেদ ভাস্কর্যটি উদ্বোধন করেন। তবে পরবর্তীতে এটি পুনঃনির্মাণ করা হয় এবং ২০০১ সালের ১৭ মার্চ পুনঃনির্মিত ভাস্কর্যের উদ্বোধন করেন উপাচার্য এ. কে আজাদ চৌধুরী।শুরুতে এটি মধুর স্টল, মধুর টি-স্টল, মধুর রেস্তোরা ইত্যাদি নামেও পরিচিত ছিল। ১৩৭৯ বঙ্গাব্দের ২০ বৈশাখ ডাকসুর উদ্যোগে এই ক্যান্টিনের নামকরণ করা হয় “মধুর রেস্তোরা।
-----------------------------
#মধুরক্যান্টিনেরইতিহাস
#HistoryofModhurCanteen
#মধুরক্যান্টিনইতিহাসেরসাক্ষী
#মধুরক্যান্টিনেরকেএইমধুদা
#DhakaUniversity
#History
#Culture
#Heritage
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: