আধ্যাত্মিকতা আসলে কী! প্রচলিত আধ্যাত্মিকতা কি প্রকৃত আধ্যাত্মিকতা?
Автор: MahaDharma Mission
Загружено: 2020-10-28
Просмотров: 6574
'অধ্যাত্ম' কথাটির অর্থ হলো--- আত্ম বা মন বিষয়ক। 'আত্মা আর 'মন' সমার্থক। সে মানব শরীর সম্পন্ন-ই হোক অথবা অশরীরী মন-ই হোক, মানবমন অথবা আরও উচ্চচেতন মন, অথবা ঈশ্বর মন, যা-ই হোক না কেন, একটি সচেতনতা সত্তা, যে অনুভব করতে সক্ষম চিন্তা করতে সক্ষম, সে-ই হলো মন।
অনেকেই প্রচলিত ধর্মাচারণকেই 'আধ্যাত্মিকতা' বলে, মনে করে থাকেন। কিন্তু তা' প্রকৃত আধ্যাত্মিকতা নয়। অন্ধবিশ্বাস--- অন্ধ-অনুসরণ থেকে মুক্ত হয়ে, সজাগ-সচেতনভাবে খোলা মনে যুক্তিপথ ধরে আত্ম-জ্ঞান-- আত্ম-উপলব্ধি-- আত্মবিকাশ লাভের জন্য অগ্রসর হওয়াই প্রকৃত আধ্যাত্মিকতা।
মহর্ষি মহামানস সম্পর্কে আরও জানতে, এবং তাঁর সৃষ্ট একালের মহান মতবাদ~ 'মহাবাদ' এবং মনোবিকাশ ও মানববিকাশ মূলক যুগান্তকারী ধর্ম~ 'মহাধর্ম' সম্পর্কে জানতে এবং আত্মবিকাশ লাভ করতে, 'মানবধর্মই মহাধর্ম' গ্রন্থটি পড়ুন। এই গ্রন্থের ওয়েব ভার্সন পেতে এই লিঙ্ক ফলো করুন।
https://mahadharma.wixsite.com/book
Google search: MahaDharma, MahaManan, Maharshi MahaManas, মহর্ষি মহামানস, মহাধর্ম, মহামনন
*The video is dubbed by machine generated voice.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: