মনের_গহীনে ||Heart touching story
Автор: Bangla Short Story
Загружено: 2025-09-02
Просмотров: 18056
ভালোবাসার মানুষটার কাছে যখন শুনেছিলাম_সে আমার বোনকে ভালোবাসে। তখন নিজের বোনের জন্য তিন বছর আগে ছেড়ে এসেছিলাম। ভেবেছিলাম আর কখনোই দেখা হবে না। তাকে আজ আকষ্মিক দেখবো ভাবিনি।ডক্টর দেখিয়ে হসপিটাল থেকে বেড় হচ্ছিলাম আর তখনি প্রিয় ভাইয়াকে দেখতে পারলাম।মানুষটাকে তিন বছর পর দেখে মন্দ লাগছে না, কিন্তু বুকের ভেতর চিন চিন ব্যথা ঠিকই করছে। মানুষটা যে ঠিক আগের মতো আছে তা বলা যাবে না। মুখে কিছু দাড়ি রয়েছে আর প্রাপ্তবয়স্কের কিছুটা ভাব এসেছে। আমি জানিনা সে আমায় দেখেছে কি-না, কিন্তু আমি চাই যেনো না দেখুক৷ ভাবলাম অন্য গেইট দিয়ে বেড় হবো তাই আবার পিছনের দিকে হাটা দিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না৷
গল্প #মনের_গহীনে
লেখনীতে: নাদিয়া হোসাইন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: