বড় কাছারির অলৌকিক মাহাত্ম শুনলে হাড় হিম হয়ে যাবে আপনারও |অলৌকিক সত্য ঘটনা |BoroKachari Mandir2025
Автор: Aspects of Life🧿
Загружено: 2025-02-20
Просмотров: 1509
বড় কাছারির অলৌকিক মাহাত্ম শুনলে সত্যি আপনার হাড় হিম হয়ে যাবে।মহা শিব শংকর ভূতনাথ বেশে আজ ও নাকি এখানে তার কাছারি অর্থ্যাৎ আদালতে হাজির থেকে পাপ পূণ্যের বিচার করেন। বড় কাছারির মন্দির খুবই জাগ্ৰত। এখানে এসে মন থেকে কিছু চাইলে বাবা ভূতনাথ তাকে কখনোই খালি হাতে ফেরান না,, তার ইচ্ছা পূরণ করেন তিনি । এখানে যে দুধ পুকুর রয়েছে কথিত আছে নিঃসন্তান দম্পতিরা এই পুকুরে ডুব দিয়ে সন্তান কামনা করে যান,বড় কাছারিতে মুলত ভক্তগণ আসেন জমিজমা সংক্রান্ত অসুবিধা, প্রেম ঘটিত সমস্যা, বিয়ে নিয়ে সমস্যা এইসবের প্রতিকার পেতে বাবার কাছে।
এই বড় কাছারিতে কি ভাবে আসবেন, কিভাবে পূজা দেবেন সব তথ্য রইলো আমার এই ভিডিও টিতে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: