দুর্গা সাগর দিঘী । মাধবপাশা,বরিশাল।durga sagor dighi,Barishal. জমিদার কৃওিনারায়ন দাস খনন করেছিলেন।
Автор: AGRIGENICS
Загружено: 2025-06-29
Просмотров: 62
দুর্গা সাগর দিঘী । মাধবপাশা,বরিশাল।durga sagor dighi,Barishal. জমিদার কৃওিনারায়ন দাস খনন করেছিলেন
১৭৮০ খৃষ্টাব্দে প্রায় আড়াইশ’ বছর আগে বরিশালের মাধবপাশায় ‘দুর্গা সাগর’ দিঘী খনন করেছিলেন
জমিদারর কৃওিনারায়ন দাস
তার পুত্র বোধু দুর্গা রানী দাস এর নামে
রানী দুর্গাবতী ১৭৮০ খ্রিস্টাব্দে বিশাল এক দীঘি খনন করে এখনো অমর হয়ে আছেন। তার নামেই এই দীঘি ” দূর্গা সাগর ” নামে পরিচিত । সাগর দিয়ে এর বিশালত্বকে বুঝানো হয়েছে।
কৃত্তিনারায়ন নামেই কৃত্তিপাশা নামকরন করা হয়েছিলো
আবার অনেকে বলে
চন্দ্রদ্বীপের রাজা শিব নারায়ন।
মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী।
কালের পরিক্রমায় এই জলাধার এখন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে।
দুর্গাসাগর হল, বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘী।
বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি - বরিশাল সড়কে মাধবপাশায় এর অবস্থান।
, শুধু
জলাভূমির আকার ২৭ একর।
পার্শবর্তী পাড় ও জমি সহ মোট আয়তন ৪৫.৪২ একর।
বিস্তারত
আরএটু ভিতরে ইতিহাস ঘেটে দেকলাম।
১৭৮০ খৃষ্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা
শিবনারায়ণ,
এলাকাবাসীর পানির সংকট নিরসনে মাধবপাশায় একটি বৃহৎ দীঘি খনন করেন।
তাঁর মা দুর্গাদেবীর নামে।
দীঘিটির নামকরণ করা হয় দুর্গাগাসাগর। প্র
ত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। দুর্গাসাগরের তিনদিকে ঘাটলা ও দীঘির ঠিক মাঝখানে ৬০ শতাংশ ভূমির উপর টিলা।
রাজবংশের রাজা শিব নারায়ণের প্রজাবৎসল স্ত্রী রানী দুর্গাবতী ১৭৮০ খ্রিস্টাব্দে বিশাল এক দীঘি খনন করে এখনো অমর হয়ে আছেন।
তার নামেই এই দীঘি ” দূর্গা সাগর ” নামে পরিচিত । সাগর দিয়ে এর বিশালত্বকে বুঝানো হয়েছে।
এত বড় দীঘি বরিশাল বিভাগে আর নেই।
এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান।
বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা ,
দীঘির মাঝে একটি সুন্দর দ্বীপ ,
যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে।
পাখিদের অভয়ারণ্য এই এলাকা ।
দীঘির পারে সরু রাস্তা ,
মাঝে মাঝে বসার বেঞ্চ ,
ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ – আপনাকে দিবে অনাবিল শান্তি
। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যা
রা বরিশালে আসবেন , এই
দূর্গা সাগর দেখতে ভুলবেন না।
ৎমস্য শিকারিরাও এখানে আস্তে পারেন – বিশাল আকৃতির মাছ ধরার জন্য ।
বছরের কোন এক সময় – টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: