বুরুন্দী আসলাম বিরানি। লোকজনের উপচে পড়া ভিড়। (Narayanganj) Bondhor.
Автор: Shohag Hunter
Загружено: 2025-07-13
Просмотров: 1794
নারায়ণগঞ্জের বন্দরে বিয়েবাড়ির আদলে প্যান্ডেল সাজিয়ে এক অন্যরকম। বিরিয়ানি বিক্রি করছেন আসলাম মিয়া।যা এই সময়ের খুব বিখ্যাত। পুরো গ্রামের বাজার কে মানুষ এই বিরানির জন্য চিনে। গরুর মাংসের বিরিয়ানির অতুলনীয় স্বাদের কারণে সবসময় ‘আসলাম বিরিয়ানি হাউস’ ভিড় থাকে। এ কারণে ক্রেতাদের বাড়তি চাপ সামলাতে রেস্তোরাঁর পাশে শামিয়ানা ও প্যান্ডেল সাজিয়ে চেয়ার-টেবিলে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে, যাতে মানুষ সাত সুন্দরভাবে বোসতে পারে। যা দেখে রীতিমতো বিয়েবাড়ির খাবারের মতো মনে হবে। সরেজমিন দেখা যায়, ‘বিয়েবাড়ির মতো করে শামিয়ানা ও প্যান্ডেল সাজিয়ে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। দূরদূরান্ত থেকে দলবেঁধে মানুষ এসে চেয়ার-টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছে। প্যান্ডেলের পাশে চুলোয় ডেগ বসিয়ে একের পর এক বিরিয়ানি রান্না হচ্ছে। এর পাশেই ‘আসলাম বিরিয়ানি হাউস’ নামের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মূলত সেখান থেকে ফুল প্লেট বিরিয়ানি ৩০০ টাকা, হাফ প্লেট বিরিয়ানি ২০০ টাকা এবং কোয়াটার প্লেট বিরিয়ানি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে সালাদ দেওয়া হচ্ছে। দূরদূরান্ত থেকে বিরিয়ানি খেতে আসা লোকজন বেশ আয়েশ করে প্যান্ডেলে বসে বিরিয়ানি খাচ্ছে। এবং পার্সেল করে সাথে নিয়ে যাচ্ছে প্রতি পার্সেল 300 টাকা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: