৯৯.৭২% ফর্ম কাদের দিলেন বিএলও!
Автор: Breaking বাংলা
Загружено: 2025-11-21
Просмотров: 44029
বিহারে এসআইআর শুরুর সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাংলায় এসআইআর হলে এক কোটি ২৫ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। তৃণমূলের পরাজয় নিশ্চিত। বাংলায় এসআইআর শুরুর পরে শুক্রবার পর্যন্ত ৯৯.৭২ শতাংশ ফর্ম বিএলওরা বিলি করেছেন। প্রশ্ন উঠেছে, এতই যদি অনুপ্রবেশকারী থাকেন, তাহলে তাঁরা সেই ফর্ম নিয়ে কি চুপ করে বসে রয়েছেন? যাঁরা ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা পূর্বপুরুষদের নাম দেখাতে পারবেন না! এমনকি তাঁরা ভারতীয় নাগরিকত্বের পরিচয় দেখাতেও পারবেন না! তাহলে সেই ফর্ম তাঁরা নিলেন কেন? আবার কেউ কেউ বলছেন, ভোটার তালিকায় অবৈধভাবে নাম রয়েছে এমন অনুপ্রবেশকারীর সংখ্যা খুবই নগণ্য। যাঁরা ইতিমধ্যে গত ১৫ দিনে ভারত ছেড়ে হাকিমপুর সীমান্ত দিয়ে চলে গিয়েছেন। তাঁরা অনেকেই ভোটার নন। কাজের তাগিদে ভারতে ঢুকেছিলেন। তাই শুভেন্দুর হিসেবে আর কমিশনের হিসেব মিলছে না। কমিশন কি শুভেন্দুর সব হিসেব গোলমাল করে দিল?
#breakingbangla #suvenduadhikary #sir #bjp #tmc #kolkatahighcourt #amitshah #bengalinews #bengalinews #bengalipoliticalnews #bengalitrendingnews #bengalibreakingnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: