গরীব কেনো মরে না? কলকাতার সড়ক জীবন, Mamota's Kolkata, WB
Автор: Boni Amin
Загружено: 2018-12-10
Просмотров: 45143
ইউটিউব মহাসাগরে খুঁজে বেড়াচ্ছি আজো
----------------------------------------------------------
প্রিয় বন্ধুরা, অন্য কোনো বাংলা ভিডিও চ্যানেলে কেউ ভালো কিছু দেখাচ্ছে বা শেখাচ্ছে দেখলে আমি তার দেয়া তথ্যের জন্যে তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শুধু ঈর্ষা বা দুশমনি বা বিদ্বেষমূলক সমালোচনার জন্যে কেউ গায়ে পড়বেন না প্লিজ। অন্য কেউ যদি আমার চ্যানেল এর মত বাংলা ভাষায়, নিজ ক্যামেরায় ধারণকৃত এবং ইনস্ট্যান্ট-ডেস্ক্রিপ্টেড কিছু ভিডিও এরকম 'এক্সক্লুসিভ' কিছু দেখিয়ে থাকে প্লিজ আপনি শুধু আমাকে একটু ওই চ্যানেল বা ঐরকম একটি ভিডিওর লিংক পাঠাও। কিন্তু জোড়া তালি মার্কা বা ধার করা চ্যানেলের লিংক পাঠিয়ে আমার সময় নষ্ট করবে না, অনুরোধ করলাম। আমার মনে হয় সামান্য হলেও শিক্ষিত যেকেউ আমার এই সহজ বর্ণনাটি বুঝেবে, অর্থাৎ আমি কি চাইছি তা বুঝেছে। আমি অপেক্ষায় থাকলাম আমার চ্যানেলের মত এরকম আরেকটি বাংলা চ্যানেল দেখার জন্যে। আমার এই আবেদন আমি সবার কাছে রাখলাম। আমার অনেককে ভিউয়ার এর ঈর্ষার অনলের তাপ আমি গভীরভাবে অনুভব করতে পারি, আমার প্রতি বা আমার সৃষ্টির প্রতি যে কারো ঈর্ষায় আমি আনন্দে পুলকিত এবং নীরবে হাসি। তবুও বলছি যদি কেউ আরেকটি বাংলা চ্যানেল এই ইউটিউব মহাসাগর থেকে এনে আমাকে কেউ দেখতে পারে তাহলে তাকে আমি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবো, কথা দিলাম।
-----------------------------------------------------------------------------
নিয়োগ বিজ্ঞপ্তিঃ ভিডিও এডিটর চাই
--------------------------------------------------
সময়ের টানাটানিতে আমি নিজে আর ভিডিও এডিট করতে চাই না। তাই একজন ভালো আউট সোর্সিং ভিডিও এডিটর চাই। প্রার্থীর নিম্নোক্ত যোগ্যতা অবশ্যি লাগবে। উক্ত শর্তের ১টিও কম থাকলে ফালতু সময় খরচ করে আবেদন করবেন না।
১. প্রফেশনাল "ফাইনাল কাট প্রো' প্রোগ্রাম চালানোতে দক্ষ হতে হবে।
২.আপেল/ম্যাক কম্পিউটার থাকতে হবে।
৩.টাচ টাইপঃ প্রশিক্ষিত হতে হবে। (চোখ বন্ধ করে টাইপ করা)
৪.ভূগোল জ্ঞান অর্থাৎ পৃথিবীর দিকপাশ জানা থাকতে হবে।
৫.বিশ্ব-সময়-চক্র জ্ঞান থাকতে হবে। (দেশ থেকে দেশের সময়ের ব্যাবধান)
৬.মোটামুটি ইংরেজী পড়া, বলা ও লেখা জ্ঞান থাকলে চলবে।
৬. সম্প্রতি তোলা এককপি পাসপোর্ট সাইজ ফটো এবং একটি দাঁড়ানো ফুলসাইজ ফটো এবং সাথে এক কপি সিভি (কর্ম জীবন বৃত্তান্ত) দেবেন।
যিনি নিজেকে উপরোক্ত যোগ্যতায় যোগ্য বলে মনে করবেন, শুধুমাত্র তিনি আবেদন করবেন। আবেদন পাঠাবেন ইমেইলে, [email protected] (প্রতিটি অক্ষর ছোটহাতের হবে)
পুনুশ্চ - যোগ্য 'মেধা ও শিক্ষিত' কাজের লোক এই জাতিতে আজো বড় অভাব। যে কারণে এই দুর্ভাগা জাতি ও নাখান্দা এই দেশটি আধুনিক সভ্য বিশ্বে আজো পেছনে পড়ে আছে, বহু পেছনে। তাই বার-বার 'হাতে ধরি, পায়ে পড়ি' অনুরোধ করছি কোনো 'আলতু-ফালতু' ও বক-আওয়াজ ভিডিও এডিটররা (বিয়ে বা জন্মদিনের ভিডিওগ্রাফার বা এডিটর) আমার 'ভেরো প্ৰডাকশনে' এডিটরের কাজ করার জন্যে আবেদন করবেন না। আবেদন করার আগে দোহাই আপনার, প্লীজ 'নিজেকে প্রশ্ন করুন (১) আমি কি সত্যি সভ্য ও উন্নত দেশের মেধা অনুযায়ী যেকোন কাজ করার যোগ্য? (২) আমি কি জীবনে কখনো 'নকল' বা 'চিটিং বাজি' করা ছাড়া কোনো পরীক্ষায় পাশ করেছি? (৩) আমি কি মুখস্ত বিদ্যায় শিক্ষিত? না কি সঠিক লেখাপড়া করা ছাত্র ছিলাম? (৪) আমি ডক্টরেটে বা ডাবল মাস্টার ডিগ্রী করেও অস্ট্রেলিয়াতে গিয়ে ৭০% বাংলাদেশী প্রবাসীদের মত সি.এন.জি বা ট্যাক্সি ড্রাইভার হওয়ার মত তথাকথিত শিক্ষিত? ইত্যাদি প্রশ্নঃ সৎ ও নিরপেক্ষভাবে শুধু নিজেকে নিজে করলেই আপনি উত্তর পেয়ে যাবেন এবং অতঃপর আমার চ্যানেলে ভিডিও এডিটর পদবীর জন্যে আবেদন করতে পারবেন।
----------------------------------------------------------------------------সতর্কবানীঃ
'শয়তানুল মাখলুকাত' (ধর্মান্ধ), অতি-দেশপ্রেমী-ধড়িবাজ ও মেধাহীন-আদমদের তাৎক্ষণিক BLOCK করা হবে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমার ভিডিও ব্লগে এখন থেকে আর কোনো সতর্ক বাণী নয়। ভিডিওর কমেন্ট ব্লগে শব্দ ও বানান-ভুলকারী স্বল্পশিক্ষিত (মুসলিম অথবা অমুসলিম) গালিবাজ, ধর্মীয় জঙ্গি এবং কোনো ধড়িবাজকে দেখলে সাথে-সাথে BLOCK. সুতরাং বাজে শব্দ দেয়ার আগে ধরে নেবেন যে 'বনি আমিন'এর চ্যানেলে ভিডিও দেখা এটাই আপনার শেষ। আপনি আমার মেধা ও শিক্ষাগত যোগ্যতা বা প্রজ্ঞা নিয়ে সমালোচনা করুন, আমাকে তিরস্কারের ভোঁতা ধামা দিয়ে কুচি কুচি করুন, আমি উহু টি করবো না, আমি আপনার সমালোচনায় মান বা অভিমান করবো না। তবে যদি আপনার লেখা কমেন্টে আপনার আদরের বোনকে আমার স্ত্রীর সতীন বানাতে চেষ্টা করেন অথবা আপনার মা জননীকে আমার শ্রদ্ধেয় পিতার দ্বিতীয় স্ত্রী বানাতে চান সে ক্ষেত্রে আমি ভারী রাগ করবো। কারণ আপনার কমেন্টে আপনি আমাকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করেছেন। এক্ষেত্রে আপনাকে কোনো সতর্কবাণী দেয়া হবে না। আপনাকে সাথে সাথে বলক (আহারে বানান) অর্থাৎ BLOCK করে দেয়া হবে। সুতরাং কমেন্ট করার আগে এটি মাথায় রাখবেন। ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: